অভিনয়ের সময় পরিচালক সত্তাকে ভুলে যান কঙ্কণা
ওটিটিতে কখনো পরিচালক হিসেবে, কখনো অভিনেত্রী হিসেবে দাপট দেখিয়েছেন কঙ্কণা সেনশর্মা। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া সিরিজ ‘কিলার স্যুপ’-এ তাঁর ‘কিলার’ পারফরম্যান্স সবার মন জয় করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী শক্তি নিয়ে কথা বলেছেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছিল কঙ্কণা পরিচালিত ছবি ‘দ্য মিরর’। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ টু’ অ্যান্থোলজির মধ্যে তাঁর পরিচালিত এ ছবিটি ছিল।
ছবিটির জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এবার পরিচালনা নয়, ‘কিলার স্যুপ’ সিরিজে তাঁর তুখোড় অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে।
এই সিরিজে ‘স্বাতী’ ধূসর হলেও, অত্যন্ত শক্তিশালী এক নারী চরিত্র। ভারতের নব ভারত টাইমস পত্রিকাকে কঙ্কণা নারী শক্তির প্রসঙ্গে বলেন, ‘দেখুন সব মেয়ের শক্তি একই রকম হয় না। কারণ, প্রতিটি নারী আলাদা। আমি মনে করি, নারীদের ক্ষেত্রে নির্দিষ্ট প্যারামিটার রাখা উচিত নয়। নারী হলে এ রকম হতে হবে, ছেলে হলে এ রকম হতে হবে; এ রকম হওয়া কখনোই কাম্য নয়।
মেয়েদের একটা নিয়মের বেড়াজালে বেঁধে আমরা সমাজের সবচেয়ে বড় ক্ষতি করি। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের বিষয়েও একই কথা বলছি। স্বাতী সেই তথাকথিত বস্তাপচা চিন্তাধারা ভেঙে দেখিয়েছে নারীদের জন্য কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। সবার চ্যালেঞ্জ ভিন্ন। তাই সবার ওপর একই নিয়ম চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। মেয়েদের এ রকমই হতে হবে, মায়েদের এ রকম হতে হবে, এটা একদমই ঠিক নয়।’
অভিনয়ের সময় কঙ্কণার পরিচালক সত্তা জেগে ওঠে কী না, এমন প্রশ্নও করা হয় অভিনেত্রীকে। উত্তরে তিনি বলেন, ‘না, আমার সঙ্গে এ রকম একেবারেই হয় না। কারণ, আমি মূলত অভিনয়শিল্পী, ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছি। আর পরিচালনা করেছি মাত্র দুটো ছবি।
অভিনেত্রী হিসেবে আমার মাথা অন্য রকমভাবে চলে। একজন অভিনেত্রী হিসেবে ভাবনাচিন্তা করার, আর অন্যের দৃষ্টিভঙ্গিকে পর্দায় তুলে ধরার অভ্যাস আছে। যখন অভিনয় করি, তখন পুরো ছবির কথা ভাবি না। শুধু নিজের চরিত্রের কথা ভাবি। এই সিরিজে যেমন একজন অভিনেত্রী হিসেবে আমি শুধু স্বাতীর চোখ দিয়ে সবকিছু দেখছিলাম।’