‘পুষ্পা: দ্য রুল’–এ থাকছেন না অভিনেতা যিশু

অভিনেতা যিশু সেনগুপ্ত

বক্স অফিসে ঝড় তোলা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজিং’-এ অভিনয়ের প্রস্তাব পেলেও শিডিউল জটিলতায় করতে পারেননি টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এ সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরুর আগে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, সিনেমার প্রধান খল অভিনেতা হিসেবে কাজ করছেন যিশু।

বিষয়টি নিয়ে ভক্তদের তুমুল আলোচনার মধ্যে অভিনেতার ব্যবস্থাপকের বরাতে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খবরটি ভুয়া। যিশু সেনগুপ্ত এ সিনেমায় কাজ করছেন না। ব্যবস্থাপক বলেন, ‘পুষ্পা সিনেমায় যিশুর অভিনয়ের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি, তিনি এ সিনেমায় কাজ করছেন না।’
সিনেমার প্রধান খল অভিনেতার চরিত্রে দক্ষিণ ভারতীয় অভিনতা বিজয় সেতুপতিকে প্রস্তাব দেওয়া হলে, তা ফিরিয়ে দিয়েছেন তিনি। মূলত তারপর গুঞ্জন ওঠে, পরবর্তী সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান যিশুর সঙ্গে চুক্তি সেরেছে। তবে হালে পানি পেল না সেই গুঞ্জন।

অভিনেতা যিশু সেনগুপ্ত

গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজিং’ মুক্তির পর বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকা ব্যবসা করেছে। দর্শকের কথা বিবেচনা করে তেলেগু ভাষার সিনেমা–পরবর্তী সময়ে হিন্দি, তামিল, মালায়লম, কন্নড় ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফসিল।
শুটিং শুরু হওয়ার অপেক্ষায় থাকা ‘পুষ্পা: দ্য রুল’-এ আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফসিলকে চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, সিনেমার বেশির ভাগ দৃশ্য ভারতের পশ্চিমবঙ্গের বাকুরায় ধারণ করা হবে। পরে সিনেমার লোকেশন পরিবর্তন করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘পুষ্পা: দ্য রুল’-এ না থাকলেও সামান্থা রুথ প্রভু ও দেব মহানের সঙ্গে ‘শকুন্তলম’ সিনেমায় অভিনয় করেছেন যিশু। সিনেমাটি ৪ নভেম্বর মুক্তি পাবে। টালিগঞ্জের প্রতিষ্ঠিত অভিনেতা যিশু ‘বরফি’, ‘মারদানি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।