এবার তিনি ‘তারকা রাঁধুনি’

কখনো ক্রীড়া উপস্থাপক, কখনোবা রাজনৈতিক নেত্রী, আবার কখনো বন্দুক হাতে অ্যাকশনে—ব্যতিক্রমী চরিত্র নিয়ে খেলতে ভালোবাসেন অভিনেত্রী হুমা কুরেশি। এবার এক রাঁধুনির চরিত্রে তিনি। তবে যে সে রাঁধুনি নয়, হুমাকে দেখা যাবে তারকা শেফ তরলা দলাল-এর চরিত্রে। সাধারণ এক গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন তারকা শেফ। পদ্মশ্রীর মতো পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়েছিল। তাঁর লেখা রান্নার বই দারুণ জনপ্রিয়। এই তরলার জীবন নিয়ে নির্মিত ছবিতেই অভিনয় করতে চলেছেন হুমা।

হুমা কুরেশি
ছবি : ইনস্টাগ্রাম

‘তরলা’ ছবিতে হুমা কুরেশির প্রথম লুক প্রকাশ্যে আসতেই সবাই চমকে গিয়েছিলেন। চোখে চশমা, বব কাট চুল, একটু ভারী চেহারা—সব মিলিয়ে পর্দায় ‘তরলা’ হয়ে উঠেছেন হুমা। গত শুক্রবার মুম্বাইয়ের একটি শপিংমলের অডিটরিয়ামে অত্যন্ত ধুমধামের সঙ্গে ‘তরলা’ ছবির ট্রেলার মুক্তি পেল। আর এর সঙ্গে এক রঙিন খাদ্যমেলারও আয়োজন করা হয়েছিল।

হুমা কুরেশিকে এবার দেখা যাবে তারকা শেফ ‘তরলা দলাল’-এর চরিত্রে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরলা দলালের উচ্চাভিলাষী মনোভাব আর অজানাকে জানার প্রতি তাঁর তীব্র আকর্ষণ, সেসব দর্শককে অনুপ্রাণিত করবে যাঁরা জীবনে উল্লেখযোগ্য কিছু করতে চান। আর তিনি সেই সব মানুষের পথপ্রদর্শক হয়ে উঠবেন। তরলা আমাকে কৈশোরের স্মৃতি রোমন্থনেও সাহায্য করেছেন। আমার মায়ের সঙ্গে বসে তাঁর রান্নার অনুষ্ঠান দেখে বড় হয়েছি। আর তাঁর রান্নার বই থেকে কিছু পদ বানানো আমি শিখেছি।’

তরলা দলালের চিন্তাভাবনা আর সংগ্রামকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে কোনো রকম খামতি ছিল না বলে জানালেন হুমা। হুমার বিশ্বাস, পর্দায় তরলার ব্যক্তিত্ব যথাযথভাবে তুলে ধরতে সফল হয়েছেন তিনি। ‘অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে এক শক্তি হয়ে উঠেছিলেন তরলা। তাঁর ভ্রমণ সম্পর্কে অনেকেই হয়তো জানেন, কিন্তু এ কারণে তাঁকে কতটা সংগ্রাম করতে হয়েছে, অনেকেরই তা হয়তো জানা নেই। তিনি আর পাঁচজন নারী থেকে একদম আলাদা ছিলেন। সাধারণ গৃহবধূ হয়ে উঠেছিলেন একজন সফল উদ্যোক্তা। আমাকে তাঁর এই অসাধারণ ভ্রমণ দারুণভাবে রোমাঞ্চিত করেছে। জীবনীমূলক এই ছবি আমার ক্যারিয়ারে এক বিশেষ স্থান নিয়ে থাকবে,’ বললেন হুমা কুরেশি।

পীযূষ গুপ্তা পরিচালিত ছবিটিতে তরলার স্বামী নলিন দলালের চরিত্রে অভিনয় করছেন শারিব হাসমি। বায়োপিকটি ৭ জুলাই জি-ফাইভে মুক্তি পাবে। হুমাকে শেষ পর্দায় দেখা গেছে ‘মনিকা’, ও ‘মাই ডার্লিং’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও আর রাধিকা আপ্তে।