উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিল্পীর আন্ধেরির শাস্ত্রী নগরের বহুতল ভবনে এ ঘটনা ঘটে। শিল্পী থাকেন ওই ভবনের ৯ তলায়।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে। আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী দেখে চমকে যান সেখানকার বাসিন্দারা। এরপরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। রাহুল মিশ্র নামে শিল্পীর এক প্রতিবেশী এ দুর্ঘটনায় মারা গেছেন। সুরক্ষিত আছেন উদিত নারায়ণ ও তাঁর পরিবার। নিহত ব্যক্তি সেই ভবনের ১১ তলায় থাকতেন তিনি, যেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে আহত হওয়ার পর তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দিয়েও শেষ রক্ষা হয়নি শিল্পীর ওই প্রতিবেশীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভবনে আগুন লাগার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভবনের ওপরের তলা, অর্থাৎ ১১ তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে।
চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন রাহুল মিশ্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। যদিও কীভাবে এই আগুনের সূত্রপাত, সেটি এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বাড়িতে প্রদীপ জ্বলছিল।
সেই প্রদীপ থেকে পর্দায় আগুন ধরে যায়। বাড়িতে থাকা এক নারী ভবনের নিচে থাকা এক নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুনের ঘটনায় এখনো কোনো বার্তা দেননি জাতীয় পুরস্কারজয়ী শিল্পী উদিত নারায়ণ।
গত ২৪ ডিসেম্বর একই ধরনের ঘটনা ঘটেছিল সংগীতশিল্পী শানের বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে। ঘটনায় সময় ওই বাড়িতে আটকে ছিলেন শিল্পী ও তাঁর পরিবার। সেই ভবনের ১১ তলায় থাকেন গায়ক শান। তবে আগুনের সূত্রপাত হয়েছিল সপ্তম তলায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছিল বলে জানা গেছে।