‘আমরাও ভালো পারিশ্রমিক পাওয়ার দাবিদার’

রাশি খান্নাইনস্টাগ্রাম থেকে

দক্ষিণি সিনেমা ‘অরানমনাই ৪’ ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন রাশি খান্না। সুন্দর সি পরিচালিত এই হরর-কমেডি ছবিতে তাঁর সঙ্গে আছেন আরেক প্যান ইন্ডিয়া তারকা তামান্না ভাটিয়া। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে রাশি জানিয়েছেন, চিত্রনাট্য না পড়েই তিনি ছবিটি করতে করতে রাজি হয়েছিলেন।
অরানমনাই ৪ ছবি ঘিরে নিজের অনুভূতি জানাতে গিয়ে রাশি বলেছেন, ‘আমি “অরানমনাই ৩” ছবিতেও কাজ করেছি। আমার কাছে এর চতুর্থ কিস্তির প্রস্তাব এসেছিল, আমি চিত্রনাট্য না পড়েই ছবিটি করতে রাজি হয়েছিলাম। এই ছবির পরিচালক সুন্দর সির ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। তিনি হরর-কমেডি ঘরানার ছবির ওস্তাদ। আমি শুধু তাঁর প্রতি আস্থা রেখেই ছবিটিতে অভিনয়ের জন্য এগিয়ে এসেছিলাম।’

রাশি খান্না
ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী আরও বলেছেন, ‘একজন নির্মাতার যখন কাহিনি ঘিরে স্বচ্ছ ধারণা থাকে, অভিনয়শিল্পীদের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমাদের কাজ তখন তাঁর ভাবনাকে অনুসরণ করা। এই ছবিতে কাজ করা আমার জন্য অনেক সহজ ছিল। সত্যি বলতে, হরর-কমেডি ছবিতে অভিনয় করা মোটেও কঠিন নয়। পাশে যখন সুন্দর সির মতো পরিচালক থাকেন, তখন কাজটা আরও সহজ হয়ে যায়। আমি মনে করি, অভিনয়ের চেয়ে এই ঘরানার ছবি পরিচালনা অনেক কঠিন।’

রাশি খান্না
ইনস্টাগ্রাম থেকে

মুক্তির পর ছবি ঘিরে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছেন রাশি। ‘ছবির প্রথম প্রদর্শনীর পর অনেকেই আমাকে বার্তা পাঠান, ছবিটি ব্লকবাস্টার হতে চলেছে। কেউ কেউ এ-ও বলেছিলেন, এই ছবি তামিল ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে। সেটাই হয়েছে,’ বললেন রাশি। ছবিটি সাফল্য পাওয়ায় আরও একটা কারণে খুশি এ অভিনেত্রী। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই ছবির সাফল্যই প্রমাণ করে, অভিনেত্রীরা নিজেদের কাঁধে একটা পুরো ছবির দায়িত্ব নিতে পারেন। তবে এ জন্য আমাদের প্রয়োজন তেমন একজন নির্মাতা, যিনি আমাদের ওপর আস্থা রেখেছিলেন।’

সাম্প্রতিক সময়ে বলিউড ও দক্ষিণে বেশ কয়েকটি নারীকেন্দ্রিক সিনেমা সাফল্য পেয়েছে। অন্য নারীকেন্দ্রিক ছবির প্রসঙ্গ টেনে রাশি বলেন, ‘“আর্টিকেল ৩৭০”, “ক্রু”, “অরানমনাই ৪”-এর মতো ছবি প্রমাণ করে, অভিনেত্রীরাও এখন বক্স অফিসে হিট ছবি দিতে পারেন। আমার মতে, একটা ছবি কীভাবে নির্মাণ করা হয়েছে, সেটাই আলোচ্য বিষয় হতে পারে। ছবিতে কে আছেন, সেটা বড় কথা নয়। পারিশ্রমিকের দিক থেকে আমাদের আর পুরুষ অভিনয়শিল্পীদের মধ্যে ব্যবধান আছে। আমরাও ভালো পারিশ্রমিক পাওয়ার দাবিদার। আশা করি এই ব্যবধান একদিন দূর হবে।’

তামান্না ভাটিয়া ও রাশি খান্না। ফেসবুক থেকে

‘অরানমনাই ৪’ ছবিতে রাশি ‘ডক্টর মায়া’র ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির গান ‘মুঝে অচাচো’ এর মধ্যেই সুপারহিট। গানটির দৃশ্যায়নে রাশির সঙ্গে সমানে তাল মিলিয়েছেন তামান্না। এ প্রসঙ্গে রাশি বলেছেন, ‘গানটির জন্য আমি অনেক প্রশংসা পাচ্ছি। আগে এ ধরনের গানের সঙ্গে নাচিনি। তবে গানটির পর এত প্রশংসা পাচ্ছি, মনে হচ্ছে সামনে এ ধরনের গান আরও করা উচিত।’

রাশি খান্না
ইনস্টাগ্রাম থেকে