‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবি সম্পর্কে কতটা জানেন

‘বড়ি বড়ি দেশও মে অ্যায়সে ছোটি ছোটি বাত হোতি র‍্যাহেতি হ্যায়’—সংলাপটি নিশ্চয়ই মনে আছে। সিনেমাপ্রেমীদের মনে থাকার কথা রাজ আর সিমরান জুটির কথাও। হ্যাঁ, কথা হচ্ছে শাহরুখ আর কাজল অভিনীত যশরাজ ফিল্মসের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র। সংক্ষেপে ছবিকে বলা হয় ‘ডিডিএলজে’। দেখতে দেখতে ২৮ বছর হয়ে গেল রাজ-সিমরানের সেই প্রেমকাহিনির। ১৯৯৫ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মসের এই ছবি। শাহরুখ-কাজলের জুটির এ ছবি ঘিরে এমন অনেক কথাই রয়েছে, যা হয়তো আপনার জানা নেই। আজ আবার জেনে নিতে পারে এ সিনেমা জানা–অজানা কিছু তথ্য।
১ / ১১
এই ছবির নায়ক হিসেবে কিন্তু প্রথমে শাহরুখ খানকে ভাবেননি পরিচালক আদিত্য চোপড়া। নায়ক বানাতে চেয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজকে
আইএমডিবি
২ / ১১
ছবির নাম কী হবে, সে প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী কিরণ খের। ঘাড় ঘুরিয়ে শাহরুখের চাউনির  দৃশ্যটির কথা হয়তো অনেকের মনে আছে। এ দৃশ্য ক্লিন্ট ইস্টউডের ‘ইন দ্য লাইন অফ ফায়ার’ ছবি থেকে অনুপ্রাণিত
আইএমডিবি
৩ / ১১
রাজের চরিত্রটি সাইফ আলী খানকেও অফার করা হয়েছিল। কোনো কারণে সাইফ ছবিটি করতে পারেননি
আইএমডিবি
আরও পড়ুন
৪ / ১১
শাহরুখ খানের সেই কালো রঙের লেদার জ্যাকেটটি কিনেছিলেন উদয় চোপড়া। ক্যালিফোর্নিয়ায় হার্লে ডেভিডসনের স্টোর থেকে ৪০০ ডলার দামে জ্যাকেটটি কেনেন উদয়
আইএমডিবি
৫ / ১১
‘ডিডিএলজে’র কাহিনি লিখতে মাত্র ১ মাস সময় লেগেছিল আদিত্য চোপড়ার। এ ছবিতে শাহরুখ খান নাকি প্রথমে অভিনয় করতেই চাননি। তারপর নাকি অনেক বোঝানোর পর কিং খানকে রাজি করিয়েছিলেন আদিত্য
আইএমডিবি
৬ / ১১
ছবির ‘মেহেন্দি লাগা কে রাখনা’- আজও বিয়েবাড়িতে বাজানো হয়। এ ছবিতে নাকি সরোজ খানের সঙ্গে একাধিকবার মতের অমিল হয়েছিল আদিত্য চোপড়ার। শেষমেশ কোরিওগ্রাফির দায়িত্ব দেওয়া হয়েছিল ফারাহ খানকে। ‘রুক কা ও দিল দিওয়ানে’-গানটি ফারাহ খানের কোরিওগ্রাফি করা
আইএমডিবি
৭ / ১১
ছবিটি ঋষি কাপুর ও মাধুরী দিক্ষীতের ‘ইয়ারানা’ এবং দেব আনন্দ অভিনীত ‘গ্যাংস্টার’ ছবির সঙ্গে ট্রিপল ক্ল্যাশে মুক্তি পায়। তবে সবচেয়ে ব্যবসাসফল হয় ‘ডিডিএলজে’
আইএমডিবি
৮ / ১১
যশরাজ ফিল্মসের আগে কখনো এত বড় হিট পায়নি। তাদের আগের বাম্পার হিট ছবি যেমন ‘দাগ’, ‘কাভি কাভি’, ‘ডর’ ভালো আয় করলেও তা এই ছবির চেয়ে কম। সারা ভারতেই ছবিটি হিট ছিল
আইএমডিবি
৯ / ১১
অলটাইম ব্লকবাস্টার হওয়া এই ছবি টানা বিরতিহীন ১০০৯ সপ্তাহ চলেছে মারাঠা মন্দিরে। এরপরে নেমে গেলে আবারও পুনরায় চালু করা হয়। করোনায় হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করেছে ছবিটি, যা বিশ্ব সিনেমায় এক অন্যন্য ইতিহাস
আইএমডিবি
১০ / ১১
বলিউডের অন্যতম সেরা গানের অ্যালবাম এই ছবির। ‘ডিডিএলজে’ ও ‘আশিকি’র অ্যালবাম হিন্দি সিনেমার সবেচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম
আইএমডিবি
১১ / ১১
অনেকবারই ‘ডিডিএলজে’র রিমেক নিয়ে কথা হয়েছে। তবে এ সিনেমার অনেক ভক্ত, এমন কী অভিনয়শিল্পীরাও রিমেক চান না। এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘“দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”র মতো সিনেমা রিমেক করা উচিত নয়। “কাভি খুশি কাভি গম”-এর ক্ষেত্রেও কাজলের একই মত। আমি মনে করি, ম্যাজিক একবারই ঘটে। আপনি যদি এটি পুনরায় তৈরি করেন, তবে এতে একই অনুভূতি থাকবে না’
আইএমডিবি