দীপিকা, আলিয়া নন, সবচেয়ে বেশি আয় করেছে এই অভিনেত্রীর সিনেমা

বক্স অফিসে প্রতিবছরই নতুন নতুন রেকর্ড হয়। এই সময়ের হিন্দি সিনেমার অভিনেত্রীদের কথা বললে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের কথা আসবেই। তবে বক্স অফিসে এক বছরে আয়ের বিচারে দীপিকা বা আলিয়া নন, এগিয়ে আছেন অন্য এক অভিনেত্রী। কে তিনি? বলিউড হাঙ্গামা অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

১ / ১০
এই তালিকার ১০ নম্বরে আছেন কিয়ারা আদভানি। ২০১৯ সালটা ছিল তাঁর ক্যারিয়ারের স্বপ্নের বছর। সে বছরই ‘কবীর সিং’, ‘গুড নিউজ’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই বছরে তাঁর অভিনীত সিনেমা আয় করে ৪৮৩ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
তালিকার ৯ নম্বরে আছেন সোনম কাপুর আহুজা। সোনমের ক্যারিয়ার গড়পড়তা, খুব বেশি সিনেমা সাফল্য পায়নি। তবে ব্যতিক্রম ছিল ২০১৮ সাল। ‘বীরে ডি ওয়েডিং’, ‘সনজু’র কল্যাণে ৫০৫ কোটি রুপি আয় করে সোনম অভিনীত সিনেমা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
দক্ষিণি অভিনেত্রী আনুশকা শেঠির দীর্ঘ ক্যারিয়ার। এই সময়ে নানা স্বাদের সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে আয়ের দিক থেকে হিসাবে করলে ২০১৭ সালটা তাঁর জন্য ব্যতিক্রমী ছিল। এ বছর তাঁর অভিনীত সিনেমাগুলো ৫১০ কোটি রুপি আয় করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
তামান্না ভাটিয়া ইদানীং বলিউডে সাফল্য পাচ্ছেন। এই সাফল্যে হয়তো অনেকেই ভুলে গেছেন তাঁর ‘বাহুবলী ২’ সিনেমার কথা। এ সিনেমার কল্যাণে ২০১৭ সালে প্রায় ৫১১ কোটি রুপি আয় করে তাঁর অভিনীত সিনেমা। তালিকার সাত নম্বরে আছেন তামান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
তালিকার ছয়ে আছেন আমিশা প্যাটেল! নাম শুনে অনেকে চমকে যেতে পারেন। কিন্তু ২০২৩ সালে ‘গদার ২’ দিয়ে আবারও আলোচনায় ফেরেন অভিনেত্রী। আমিশা অভিনীত সিনেমাটি আয় করে ৫২৫ কোটি রুপির বেশি। এএনআই
৬ / ১০
‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে যেন শ্রদ্ধা কাপুরের নতুন জন্ম হয়েছে। গত বছরও ‘স্ত্রী ২’ সিনেমাটি দিয়ে বক্স অফিসে ছড়ি ঘুরিয়েছেন তিনি। শ্রদ্ধা অভিনীত সিনেমা আয় করেছে ৬২৭ কোটি রুপির বেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
তালিকার চারে আছেন দীপিকা পাড়ুকোন। তবে তাঁর বড় হিটগুলো সেই ২০১৩ সালে। সেই বছর ‘রামলীলা’, ‘রেস ২’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সিনেমার কল্যাণে আয় ৬৩২ কোটি রুপি ছাড়ায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
তালিকার তিন নম্বরে আছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। ২০২৩ সালে ‘জওয়ান’-এর কল্যাণে তাঁর অভিনীত সিনেমার আয় ৬৬০ কোটি রুপি ছাড়ায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১০
তালিকার দুই আছেন বলিউডের সবচেয়ে ধারাবাহিক হিট উপহার দেওয়া তারকাদের একজন আলিয়া ভাট। ২০২২ সালে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র ১’-এর মতো সিনেমা মুক্তি পায়। আলিয়া অভিনীত সিনেমাগুলোর আয় ৬৬০ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
তালিকার একে আছেন অবশ্যই রাশমিকা মান্দানা। শীর্ষস্থানটি তিনি দখল করেছেন গত বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত বহুল চর্চিত সিনেমা ‘পুষ্পা ২’ দিয়ে। রাশমিকা অভিনীত সিনেমার আয় ২০২৪ সালে ছিল ৮৩০ কোটি রুপি। তাই অন্যদের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন দক্ষিণি অভিনেত্রী। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে