পাকিস্তানে পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা ধ্বংস করার ভারতীয় মিশন নিয়ে এ সিনেমা

‘মিশন মজনু’ ছবির একটি দৃশ্যছবি : সংগৃহীত


‘গুডবাই’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর এবার আরেকটি সিনেমা নিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁর বহুল প্রতীক্ষিত ‘মিশন মজনু’ আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স। ছবিটি বড় পর্দায় মুক্তির আগেই সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন নির্মাতা শান্তনু বাগচি।
এর আগে ভারতের এক শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকার খবরে বলা হয়েছিল, ২০২৩ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। গত বছর নভেম্বরে সিদ্ধার্থ এই ছবিতে তাঁর প্রথম লুক ফাঁস করেছিলেন।

ছবির কাহিনি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পাকিস্তানে অবৈধ পারমাণবিক বোমা বানানোর পরিকল্পনা ও সন্ত্রাসবাদকে ধ্বংস করার এক ভারতীয় মিশন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবিতে ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে।

রাশমিকা মান্দানা
ইনস্টাগ্রাম

প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে রাশমিকার প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, ‘রাশমিকা দারুণ মিষ্টি মেয়ে। তার সঙ্গে কাজ করে দারুণ মজা হয়েছে।’ এদিকে রাশমিকাও বিভিন্ন সাক্ষাৎকারে সহ-অভিনেতা সিদ্ধার্থের প্রশংসায় পঞ্চমুখ।

এদিকে রাশমিকার বলিউডে সদ্য অভিষেক হয়েছে। তাঁকে ‘গুডবাই’ ছবিতে দেখা গেছে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তাসহ অনেকে। ‘মিশন মজনু’ ছাড়া রাশমিকার ঝুলিতে আরও একটি বলিউড প্রকল্প আছে। এই দক্ষিণি কন্যাকে ‘অ্যানিমেল’ ছবিতে দেখা যাবে। তাঁর বিপরীতে এই ছবিতে আছেন রণবীর কাপুর।