কোনো উপহার নয়, প্রথম বিবাহবার্ষিকীতে সিদ্ধার্থের কাছে কী পেয়ে আত্মহারা কিয়ারা?

তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিও এসেছিলেন অনুষ্ঠানে
ছবি: ফেসবুক

গত বছরের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন বলিউডের বহুল চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের পরে তাঁদের সংসার ভালোই চলছিল। দুজনই দুজনকে সময় দিয়েছেন। একসঙ্গে তিন সিনেমায় নাম লেখানোর কথাও পুরোনো। এর মধ্যেই এই তারকা দম্পতির মতে, হঠাৎ করেই চলে আসে প্রথম বিবাহবার্ষিকী। দিনটি তাঁদের ভালোই কেটেছে। এর মধ্যে সাংবাদিকেরা জানতে চান, বিশেষ এই দিনে স্বামী সিদ্ধার্থের কাছে কী উপহার পেলেন কিয়ারা?

৭ ফেব্রুয়ারি বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।
ছবি: ফেসবুক

ব্যক্তিগত জীবন কখনোই জাহির করেন না সিদ্ধার্থ ও কিয়ারা। নিজেদের কথাগুলো লুকিয়ে রাখেন। এক বছরে তেমন কিছু নিয়ে ভাইরালও হতে দেখা যায়নি। তবে ৭ ফেব্রুয়ারির পরে তাঁরা আলোচনায় এসেছেন। সেদিনই তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যকে নিয়ে জীবন কাটিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিয়ারা লিখেছিলেন, ‘তোমাকে নিয়ে গন্তব্যে পৌঁছাতে চাই।’ কিন্তু তখনো জানা যায়নি ভালোবাসা দিবসের উপহার কী পাচ্ছেন।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক

বিবাহবার্ষিকীর পরই এই তারকা জুটি উড়াল দেন দুবাইতে। এক ঢিলে দুই পাখি। মূলত সেখানে একটি রেস্তোরাঁর উদ্বোধন করেন। পাশাপাশি যে বিয়ের প্রথম বছর উদ্‌যাপন করতে গিয়েছিলেন, সেটা না বললেও ভক্তরা ঠিকই ধরে নিয়েছিলেন। সে কথা অবশ্য সাংবাদিকদের সামনেই বলেছেন সিদ্ধার্থ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই দম্পতি।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: ফেসবুক

সাংবাদিকেরা জানতে চান, বিবাহবার্ষিকীতে কী উপহার দিলেন? এর উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারাকে নিয়ে আমি একটি সারপ্রাইজ ট্রিপ দিয়েছি। আমাদের ভালোবাসার সময়গুলো দারুণ কেটেছে। ব্যস্ততার মধ্যে সত্য বলতে এটাই ছিল প্রথম বিবাহবার্ষিকীর উপহার।’ অন্যদিকে এমন উপহারের কথা শুনে কিয়ারাও কিছুটা অবাক হয়েছেন। কারণ, এটা যে উপহার ছিল, তিনি জানতেন না। তবে জানার পর খুশি হয়েছেন। একসঙ্গে সময় কাটানো তাঁর কাছে অনেক বড় উপহার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে গত বছর জানা গিয়েছিল, ৮০ কোটি রুপিতে অ্যামাজন প্রাইমের কাছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও এবং ছবি বিক্রি করা হয়। সেই তারকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকীর উপহার নিয়ে ভক্তদের আগ্রহ থাকা স্বাভাবিক।