আমার কিছু হলে দায়ী অক্ষয় কুমার, টুইটারে ভারতীয় চলচ্চিত্র সমালোচক

কমল আর খান
ফেসবুক থেকে

একের পর এক সিনেমা ফ্লপ, সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যে অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর বিরুদ্ধে উঠেছে হত্যাচেষ্টার অভিযোগ। আর এই অভিযোগ করেছেন নিজেকে ভারতীয় চলচ্চিত্র সমালোচক পরিচয় দেওয়া কমল আর খান বা কেআরকে। খবর বলিউড লাইভের

টুইটারে কেআরকে জানান, সব তারকার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হলেও অক্ষয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। অক্ষয়কে ‘কানাডিয়ান কুমার’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। আর এতেই নাকি ক্ষেপে যান অক্ষয়।

আরও পড়ুন

কেআরকে বলেন, ‘তিনি যদি কানাডার নাগরিকত্ব পান আর কানাডায় তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি থাকে, তাহলে কেন তাঁকে আমি কানাডিয়ান কুমার বলব না।’

আর এই কারণেই কেআরকে জেলে থাকা অবস্থায় অক্ষয় তাঁকে হত্যার পরিকল্পনা করেন। আর এ জন্য একজন কিলারও ভাড়া করেন বলে জানান কেআরকে। কিন্তু সে যাত্রায় বেঁচে যান কেআরকে।

অক্ষয় কুমার
ফেসবুক থেকে

তিনি তখন বেরিয়ে যান জেল থেকে। এরপরও অক্ষয় আবার তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন। কেআরকে আরও অভিযোগ করেন, তাঁকে গ্রেপ্তারও করিয়েছেন অক্ষয়। এরপর তিনি লেখেন, ‘আমার যদি কিছু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে অক্ষয় কুমার।’

কেআরকের এই অভিযোগ গায়ে মাখছেন না অক্ষয়। এ প্রসঙ্গে এখনো কিছু বলেননি তিনি। গতকাল প্রকাশ পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘ওএমজি ২’–এর পোস্টার। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। একাধারে অক্ষয়ের সিনেমা ফ্লপ হচ্ছে। তাঁর ভক্তরা আশা করছেন, এই সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলবেন অক্ষয়।