‘চাক দে ইন্ডিয়া’র ‘সত্তর মিনিট’–এর দৃশ্যটি এক টেকেই দেন শাহরুখ

‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় শাহরুখআইএমডিবি

শাহরুখ খান অভিনীত বলিউড ব্লকবাস্টার ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার আইকনিক ‘সত্তর মিনিট’ দৃশ্যটির কথা মনে আছে নিশ্চয়। ড্রেসিংরুমে নারী হকি খেলোয়াড়দের উদ্দেশে শাহরুখের উপদেশ ও অনুপ্রেরণামূলক এই ডায়ালগকে বলিউড সিনেমার অন্যতম আইকনিক দৃশ্য মনে করা হয়। কিন্তু জানেন কি, ২ মিনিট ২১ সেকেন্ডের এ ডায়ালগ এক টেকেই দিয়েছেন শাহরুখ। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন অভিনেত্রী বিদ্যা মালভারে। ‘চাক দে ইন্ডিয়া’তে বিদ্যা শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সালটা ছিল ২০০৭। ওই বছর মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত বলিউড ব্লকবাস্টার ‘চাক দে ইন্ডিয়া’। হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা স্পোর্টস ড্রামা হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি। ছবিতে হকি কোচ কবীর খানকে এখনো মনে রেখেছেন ভক্তরা। আরর ‘চাক দে ইন্ডিয়া’তে বিদ্যা শর্মার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী বিদ্যা মালভারে। সিনেমাটির সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেত্রীর অনেক সুন্দর স্মৃতি। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবিসংক্রান্ত অনেক কথা শেয়ার করেন তিনি।

বিদ্যার কথায়, ‘যেকোনো কোচ যখন তাঁর দলের উদ্দেশে অনুপ্রেরণামূলক কোনো বক্তব্য দেন, তা যেন “চাক দে ইন্ডিয়া”র স্মৃতি ফিরিয়ে আনে। বিশেষ করে তখন “কোচ স্যার”–এর (শাহরুখ খান) কথা আপনাকে মনে করিয়ে দেবে। সিনেমাটির বেশির ভাগ দৃশ্য এখনো মানুষের মনে গেঁথে আছে। আর আইকনিক দৃশ্যটির শুটিংয়ের স্মৃতি আমার এখনো মনে আছে, এসআরকে দৃশ্যটি এক টেকেই শেষ করেন। এটাই এসআরকের জাদু।’

‘চাক দে ইন্ডিয়া’য় হকি কোচের ভূমিকায় দেখা গেছে শাহরুখকে
আইএমডিবি

সাক্ষাৎকারটিতে বিদ্যা মালভারে তাঁর জীবনে চলচ্চিত্রটির তাৎপর্য সম্পর্কেও কথা বলেছেন। তাঁর কথায়, ‘“চাক দে ইন্ডিয়া”র আশীর্বাদ আমার জীবনে এখনো বন্ধ হয়নি। এ সময়ে প্রতি সপ্তাহে ওটিটি এবং থিয়েটারে পাঁচ থেকে ছয়টি ছবি মুক্তি পায়, আপনি নাম বা চরিত্রগুলো কিন্তু মনে রাখেন না। সে হিসেবে আমরা এমন জায়গায় আছি, ১৬ বছর পরও এখনো আমাদের সবার মনে আছে।’

বিদ্যা আরও বলেন, ‘যখন আমি বাইরে বের হই, লোকজন এখনো আমার আইকনিক মুহূর্ত “বিদ্যা শর্মা ইন্ডিয়া, ইয়ে ডান দেখেগি, বাম মারেগি” এসব এখনো মনে করায়। মাঝেমধ্যে তারা আমাকে জিজ্ঞেস করে যে এতে কি আমি বিরক্ত হই? আমি তাদের বলি, “তোমরা কি পাগল? এটি চলচ্চিত্রের প্রভাব আর আমি এই চলচ্চিত্রের অংশ ছিলাম।”’

বিদ্যা মালভারে বলেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে যখন আমি চিত্রনাট্যটি পড়েছিলাম তখন আমি এমনটি কল্পনাও করতে পারিনি। আমরা সবাই জানতাম যে এটি একটি ভালো চিত্রনাট্য ছিল। কিন্তু তা যে জাতীয় সম্পদে পরিণত হবে তা ধারণা ছিল না। এত বছর পরও মানুষ এটা নিয়ে কথা বলে, আমি বুঝতে পারছি না এটা কীভাবে ঘটে গেল!’
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চাক দে ইন্ডিয়া’ পরিচালনা করেছেন শিমিত আমিন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এতে শাহরুখ খান, বিদ্যা মালভারে ছাড়াও আরও অভিনয় করেছেন শিল্পা শুক্লা, সাগরিকা ঘাটগে, ছিত্তর্ষি রাওয়াত প্রমুখ।