ভারতীয় জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘নাগিন’। এই ধারাবাহিকের তৃতীয় সিজনে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। গত সোমবার এই অভিনেত্রী বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিককে। বিয়ে এবং তাঁদের গল্প দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
ভারতীয় জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘নাগিন’। এই ধারাবাহিকের তৃতীয় সিজনে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। গত সোমবার এই অভিনেত্রী বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিককে। বিয়ে এবং তাঁদের গল্প দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।
২ / ৫
দীর্ঘদিনের প্রেমিক নৌবাহিনীর কর্মকর্তারা চিরাগ বাটলিওয়ালার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কৃষ্ণা মুখার্জি। গোয়ায় সমুদ্রের কাছে এক বিলাসবহুল রিসোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
বাঙালি রীতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে এই জুটির। লাল-সাদা বিয়ের পোশাক ধুতি-পাঞ্জাবি ও মাথায় টোপর পরে বাঙালি সাজে সেজেছিলেন অবাঙালি বর চিরাগ। ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
কয়েক দিন আগে গোয়ার মাঝসমুদ্রে একটি ইয়টে কৃষ্ণাকে অভিনবভাবে বিয়ের প্রস্তাব দেন চিরাগ বাটলিওয়ালা। শরীরে ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ লিখে এনেছিলেন চিরাগ এবং হ্যাঁ আর না দুটি অপশনও ছিল। কৃষ্ণা হ্যাঁ অপশনে টিকচিহ্ন দিয়ে বিয়ের জন্য তাঁর সম্মতির কথা প্রকাশ করেন।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
বিয়ের ছবিগুলো শেয়ার করে ইনস্টাগ্রামে কৃষ্ণা মুখার্জি লিখেছিলেন, ‘শেষ পর্যন্ত একজন বাঙালি মেয়ে সারা জীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হল একজন পার্সি ছেলের সঙ্গে।’ গত বছরের ৮ সেপ্টেম্বর এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল।
ছবি: ইনস্টাগ্রাম