রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন নায়িকা

তৃষা কৃষ্ণান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার। মণিরত্নম পরিচালিত এ ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা। আর এই দক্ষিণি নায়িকা স্পষ্ট জানিয়েছেন যে এসব সমালোচনায় তাঁর কোনো যায়–আসে না।

৩৮ বছর পর বড় পর্দায় আসতে চলেছেন ‘নায়কন’ ছবির সেই জাদুকরি জুটি কমল হাসান ও মণিরত্নম। ‘থাগ লাইফ’ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান। লেখালেখির কাজে তাঁকে সহায়তা করেছেন মণিরত্নম। ৭০ বছর বয়সী কমল হাসানের সঙ্গে ৪২-এর তৃষার পর্দায় রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘যখন উনি (কমল হাসান) এ ছবির ঘোষণা করেছিলেন, আমি তখনই জানতাম, এমন কিছু হতে চলেছে। আর আমি তখন এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি।’

গতকাল মুম্বাইয়ে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তৃষা ও কমল হাসান। এএনআই

গতকাল মুম্বাইয়ে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে মুক্তি পেয়েছে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল হাসান, মণিরত্নম, সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবিতে কমল হাসান ও মণিরত্নমের মধ্যে রসায়নের প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘তাঁদের একসঙ্গে দেখা, তাঁদের রসায়ন দেখা এক দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। কমল স্যার আগে অনেকবার বলেছেন যে উনি (মণিরত্নম) চোখ দিয়ে কথা বলেন। আর ওনাদের একে অপরের সঙ্গে দারুণ বোঝাপড়া ছিল। এসব কাছ থেকে দেখা সত্যি দারুণ ব্যাপার।’

কমল হাসান ও মণিরত্নম একসঙ্গে শেষবার রুপালি পর্দায় এসেছিলেন ১৯৮৭ সালে ‘নায়কন’ ছবিতে। সুপারহিট ছবিটি ভারতীয় ছায়াছবির ইতিহাসে এক বিশেষ জায়গা নিয়ে আছে। মণিরত্নমের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘আমার এলাকার এক বন্ধু হিসেবেই ওকে (মণিরত্নম) আমি চিনতাম। আমি এ–ও জানতাম না যে ও ফিল্মি পরিবারের ছেলে। ও একজন মানুষ, আর আমার ওর কথা বলার ধরন ভালো লাগত। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আমাদের বন্ধুদের এক গ্রুপ ছিল। আমরা শুধুই সিনেমা নিয়ে কথা বলতাম, আর কোনো বিষয় নিয়ে আমরা গল্প করতাম না। এখান থেকেই আমাদের বন্ধুত্বের শুরু।’

কমল হাসান বলেন যে তিনি নিজে ও মণিরত্নম সিনেমার অনেক বড় ভক্ত। এ প্রসঙ্গে এক গল্প এদিনের আসরে কিংবদন্তি এই অভিনেতা ভাগ করে নিয়েছিলেন।

তৃষা । এএনআই

কমল হাসান বলেন, ‘আমরা যখন কোলাবায় “নায়কন” ছবির শুটিং করছিলাম, তখন রমেশ সিপ্পি সাহাব ফিল্ম সিটিতে শুটিং করছিলেন। আমরা সবাই রমেশ সিপ্পির শুটিং দেখতে হাজির হয়েছিলাম। আমরা সিনেমাপ্রেমী, আমরা সিনেমার ভক্ত, আর এসবই আজ আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা যে কারও সেটে গিয়ে কাজ দেখতাম। বিশেষ করে যাঁদের আমরা প্রতিভাবান মনে করতাম। আমরা বেশি করে তাঁদের দেখতে চাইতাম।’

আরও পড়ুন

খ্যাতনামা চিত্র পরিচালক মণিরত্নম ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কমল হাসানের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বের কথা স্মরণ করেন। মণিরত্নম বলেন, ‘আমার মনে আছে, ও তামিলে “সদমা” ছবি নির্মাণের পরিকল্পনা করছিল। “সদমা” ছবির কাহিনি ও আমায় শুনিয়েছিল। ও আমাকে এই ছবির একটা দৃশ্য অভিনয় করে দেখিয়েছিল। এ রকমই মানুষ কমল হাসান। আমি ভাগ্যবান যে ওর সঙ্গে কাজ করতে এবং কথা বলতে আমি সক্ষম ছিলাম। আমি জানতাম যে এমন একজন মানুষ আছে, যে আমাদের সবার জন্য এক বিশাল পথ নির্মাণ করছে। আর ও তা-ই করেছে।’
‘থাগ লাইফ’ ছবিটি ৫ জুন সর্বভারতীয় স্তরে মুক্তি পেতে চলেছে।