মারাঠা মন্দিরে তিক্ত অভিজ্ঞতা শাহরুখের

মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ডানকিকোলাজ

হিন্দি সিনেমার খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা মুম্বাইয়ের বিখ্যাত সিনেমা হল মারাঠা মন্দিরের নাম শুনে থাকবেন। মুম্বাইয়ের অন্যতম বড় এই সিঙ্গেল হল ব্যাপকভাবে আলোচনায় আসে ১ হাজার ২৩০ সপ্তাহ ধরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র প্রদর্শনী চালিয়ে।

‘সালার’ ও ‘ডানকি’র দৃশ্য
কোলাজ

তখন থেকেই শাহরুখ খানের ভক্তদের কাছে প্রেক্ষাগৃহটি বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এবার মারাঠা মন্দিরে তিক্ত অভিজ্ঞতা হলো শাহরুখের। দুই দিন যেতে না যেতেই তাঁর নতুন সিনেমা ‘ডানকি’ হলটি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। খবর ফিল্মফেয়ারের

চলতি বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত অন্য দুই সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো প্রথম দিন থেকেই যে ‘ডানকি’ বক্স অফিসে ঝড় তুলবে না, সেটা আগেই অনুমান করা গিয়েছিল।

আরও পড়ুন

বাস্তবে হয়েছেও তা–ই। রাজকুমার হিরানির ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে।

তবে একই সঙ্গে মুক্তি পাওয়া প্রশান্ত নীল পরিচালিত ও প্রভাস অভিনীত ‘সালার’ চমকে দিয়েছে। শাহরুখের সিনেমার পাশেও দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস।

শাহরুখ খান। এএফপি

অনেক প্রেক্ষাগৃহ তাই ‘ডানকি’র বদলে ‘সালার’ প্রদর্শন করছে।

ফিল্মফেয়ার জানিয়েছে, দর্শকের আগ্রহ কম থাকায় মারাঠা মন্দির ‘ডানকি’র শো বাতিল করে ‘সালার’ দেখাচ্ছে। প্রথম দিন ‘সালার’-এর তিনটি শো ভালো সাড়া পেয়েছে।

কেবল মারাঠা মন্দিরই নয়, ভারতের অনেক প্রেক্ষাগৃহই চাইছে ‘সালার’ দেখাতে। বিশেষ করে সিঙ্গেল হলগুলোতে প্রভাস অভিনীত সিনেমাটি ভালো ব্যবসা করছে। ফলে দ্বিতীয় সপ্তাহে শো পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ‘ডানকি’কে।