অন্য অভিনেত্রীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা নিয়ে ঝগড়া, কেঁদে ফেলেছিলেন রেখা

সিনেমার দৃশ্যে রেখা ও অমিতাভ। আইএমডিবি

সত্তর-আশির দশকে বলিউডে সবচেয়ে আলোচিত গুজবগুলোর একটি ছিল অমিতাভ বচ্চন ও রেখার প্রেমকাহিনি। যদিও দুজনেই কখনো সেই সম্পর্ক স্বীকার করেননি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে বহুবার মুখ খুলেছেন। সাংবাদিক ইয়াসির উসমানের লেখা রেখার জীবনীতে এই সম্পর্কের বহু দিক উঠে এসেছে। আর সেই সব ঘটনা থেকে সবচেয়ে আলোচিত ছিল ‘লাওয়ারিস’-এর সেটে ঘটে যাওয়া এক উত্তপ্ত মুহূর্ত।

অভিনেত্রী নেলির জন্য বিবাদ?
‘লাওয়ারিস’-এর শুটিং চলাকালীন নটরাজ স্টুডিওতে অমিতাভ ও রেখার মধ্যে একবার তুমুল তর্ক হয়। পরিচালক প্রকাশ মেহরা ঘটনাটি স্মরণ করে রেখার আত্মজীবনীতে বলেছেন, ‘সেট ছিল আমার, নটরাজ স্টুডিওতে। ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রেখা কাঁদছিল। আমি ওকে ডেকে বলি, শান্ত হও। সব নাটকটাই নেলিকে ঘিরে ছিল।’

জানা যায়, ওই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে ইরানি অভিনেত্রী নেলির ঘনিষ্ঠতা নিয়েই রেখার অস্বস্তি তৈরি হয়। এ ঘটনা এতটাই তীব্র রূপ নেয় যে রেখা সোজা ‘সিলসিলা’ থেকে সরে দাঁড়ান, এমনকি সাইনিং মানিও ফিরিয়ে দেন।

একটি সিনেমার দৃশ্যে অমিতাভ ও রেখা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সত্যিই কি হাতাহাতি হয়েছিল?
স্টারডাস্ট সাময়িকী তখন এমনও দাবি করেছিল, দুজনের মধ্যে ‘চড়থাপ্পড়’ পর্যন্ত হয়েছে। যদিও তা নির্ভরযোগ্যভাবে প্রমাণ হয়নি, তবে ঘটনাটি বলিউডে তুমুল চর্চার জন্ম দেয়। ‘নেলি’–বিতর্ক প্রায় ‘সিলসিলা’ ছবির ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে।

‘সিলসিলা’ ছেড়ে যাওয়ার পর যশ চোপড়ার দুশ্চিন্তা
রেখার সরে যাওয়ার পর যশ চোপড়া পড়েন বড় সমস্যায়। অমিতাভ ছিলেন ঠিকই, কিন্তু নায়িকা অনিশ্চিত। যশ চোপড়া প্রথমে রেখার জায়গায় ভাবেন পারভিন বাবি ও স্মিতা পাতিলকে।

আরও পড়ুন

অন্য অভিনেত্রীর চরিত্রে পদ্মিনী কোলহাপুরে ও পুনম ঢিলনের কথাও ভাবা হয়। কিন্তু শেষমেশ কিছুতেই মনঃপূত হচ্ছিল না পরিচালকের।
অনেক বোঝাপড়ার পর রেখা, অমিতাভ ও জয়া—তিনজনই ‘সিলসিলা’তে অভিনয় করতে রাজি হন।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিলসিলা’ শুধু বক্স অফিসেই নয়, ইতিহাসেও জায়গা করে নেয়। এটি ছিল রেখা ও অমিতাভ বচ্চনের একসঙ্গে শেষ কাজ। এরপর আর কখনো এক ফ্রেমে দেখা যায়নি এ যুগলকে।

তথ্যসূত্র: ডিএনএ