মাটিতে পা ফেলতে পারছেন না অমিতাভ

অমিতাভ বচ্চন
টুইটার

বিপদ যেন কাটছেই না অমিতাভ বচ্চনের। কিছুদিন আগেই শুটিংয়ের সময় বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন তিনি। বুকের পাঁজরের যন্ত্রণা থেকে মুক্তির আগেই পায়ের যন্ত্রণায় পরলেন অমিতাভ। মাটিতে পা ফেলতে পারছেন না তিনি। হাঁটাচলা করা প্রায় বন্ধ। নিজের ব্লগে অমিতাভ নিজেই এই সংবাদ দিয়েছেন।

পায়ের নিচে ক্যালাস বা কড়া পড়েছে এই অভিনেতার। এটি অতি মারাত্মক রোগ না হলেও ক্যালাস হলে যন্ত্রণা পোহাতে হয় যথেষ্টই।

দ্রুতই সুস্থ হয়ে ফেরার আশা অমিতাভের
টুইটার

প্রতিদিন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। অমিতাভ আশাবাদী খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে ফিরবেন। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসব। আবারও দেখা হবে র‌্যাম্পে।’

চলতি মাসের শুরুতে হায়দরাবাদে প্যান ইন্ডিয়া সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। তখন বুকের পাঁজরে আঘাত পান তিনি।

আরও পড়ুন

হায়দরাবাদে প্রাথমিক চিকিৎসার পর মুম্বাই ফিরে এসেছিলেন তিনি। সেখানে নিজ বাড়িতে চলছিল চিকিৎসা। এখন বুকের পাঁজরের সঙ্গে যোগ হয়েছে পায়ের তালু। ক্যালাসের ভেতরে ফোসকা পরায় যন্ত্রণা আরও বেশি হচ্ছে অমিতাভের।

‘প্রজেক্ট কে’র শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে প্রভাস আর দীপিকা পাড়ুকোনকে। দক্ষিণি পরিচালক নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। আগামী বছর ১২ জানুয়ারি তামিল, তেলেগু, মালয়ালম ছাড়া হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।