সেই তেলেগু ছবি ১০০ কোটি ব্যবসা পূর্ণ করল

১৩ আগস্ট মুক্তি পায় তেলেগু অ্যাডভেঞ্চার থ্রিলার ‘কার্তিকিয়া টু’
ছবি : সংগৃহীত

গত ১১ আগস্ট মুক্তির পর আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এর দুই দিন পর প্রায় কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পায় তেলেগু ছবি ‘কার্তিকিয়া টু’। অল্প কয়েক দিন হলেও মুক্তির পর ব্যাপক সাড়া পায় ছবিটি। ধীরে ধীরে হলসংখ্যা বাড়তে থাকে।

প্রথম দিন মাত্র সাত লাখ রুপি দিয়ে শুরু করা, পরে প্রতিদিন গড়ে আড়াই কোটি রুপি আয় করতে থাকে। সব মিলিয়ে প্রথম পাঁচ দিনে হিন্দি ও তেলেগু সংস্করণ মিলিয়ে ‘কার্তিকিয়া টু’ আয় করে ২৫ কোটি ৭০ লাখ রুপি। মাত্র ৩০০ হল দিয়ে যাত্রা শুরু করা ছবিটি পরে ১ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নতুন খবর—মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ছবিটির আয় ১০০ কোটি রুপি পূর্ণ হয়েছে।  

‘কার্তিকিয়া টু’–র একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ৩৩ কোটি ৬০ লাখ, দ্বিতীয় সপ্তাহে ৩২ কোটি ৯০ লাখ। তৃতীয় সপ্তাহে এসেছে বাকি অর্থ। আশ্চর্যভাবে হিন্দি সিনেমা যেসব অঞ্চলে ব্যবসা করে, সেসব অঞ্চল থেকেও ২৪ কোটির বেশি আয় করেছে ‘কার্তিকিয়া টু’।

‘কার্তিকিয়া টু’–র পোস্টার
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

এক শ কোটির মাইলফলক ছুঁয়ে আপ্লুত ছবির নায়ক নিখিল সিদ্ধার্থ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা বিশ্বব্যাপী আয়ের ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছি। “কার্তিকিয়া টু’ ভারত ও ভারতের বাইরে আপনাদের আশীর্বাদ পেয়েছে। আমরা সব সময়ই কঠোর পরিশ্রম করার চেষ্টা করব, যাতে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।’

‘কার্তিকিয়া টু’–র একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

তেলেগু অ্যাডভেঞ্চার থ্রিলার ‘কার্তিকিয়া টু’। মাত্র ১৫ কোটি রুপি বাজেটের ছবিটিতে সেই অর্থে নেই বড় কোনো তারকা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ ও অনুপমা প্রেমামেশ্বরন। ভারতজুড়ে ব্যাপকভাবে পরিচিত তারকা বলতে অনুপম খের।

‘কার্তিকিয়া টু’–র একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

সমালোচকেরা বলছেন, টান টান উত্তেজনার অ্যাডভেঞ্চার থ্রিলারটিতে সাধারণ দর্শকের বিনোদনের সব রসদই মজুত আছে। এ ছাড়া ছবিটিতে দারুণভাবে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হয়েছে, ভিজ্যুয়ালও দুর্দান্ত। আরেকটি ব্যাপারও দর্শক পছন্দ করেছেন, ছবিটিতে কৃষ্ণের অনেক অজানা দিক উঠে এসেছে।

আরও পড়ুন

চান্দু মোনদেতি পরিচালিত ছবিটি পরিচালকের ২০১৪ সালে ‘কার্তিকিয়া’র সিকুয়েল। সেটিতেও অভিনয় করেছিলেন নিখিল। দ্বিতীয়টির মতো প্রথমটিও দর্শকনন্দিত হয়েছিল।