এখন সাফল্যের জোয়ারে ভাসছে সমগ্র ‘জওয়ান’ টিম। এই সাফল্যের এক অংশীদার হলেন অভিনেত্রী লহর খানও। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কিছু কথা ফাঁস করেছেন।
‘জওয়ান’ এখন শুধু এক সিনেমা নয়, এক উৎসবে রূপ নিয়েছে। এই উৎসবে শামিল হয়েছেন ৯ থেকে ৯০ বছর বয়সী মানুষেরা। কিং খান অনুরাগীরা অ্যাটলি কুমার পরিচালিত এই ছবির সফল্য নানাভাবে উদ্যাপন করছেন। অভিনেত্রী লহর খান ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘জওয়ান’ ছবির বক্স অফিসে দুর্দান্ত শুরু পুরো দল উদ্যাপন করেছিল।
তিনি বলেছেন, ‘প্রথম দিনের দুর্দান্ত আয় দেখে আমরা সবাই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ছিলাম। “জিন্দা বান্দা” গানের সঙ্গে সবাই উদ্দাম নেচেছিলাম। আমরা এতটাই উন্মাদনায় ভাসছিলাম যে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়ার অবস্থাতে ছিলাম না।’ এই অভিনেত্রী শাহরুখ খান প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার মা শাহরুখ খানের অনেক বড় ভক্ত।
আমিও তাঁর “ডাই-হার্ড ফ্যান”। শাহরুখ খানের সিনেমা দেখে আমার বেড়ে ওঠা। তাঁর সঙ্গে শুধু দেখা করতে চেয়েছিলাম। শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। স্বপ্ন সত্যি হলো।’
এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কিং খানের সঙ্গে কাজ করেছেন লহর। তবে ‘জওয়ান’ ছবিতে এই প্রথম শাহরুখের সঙ্গে একই ফ্রেমে তিনি।
লহর বলেছেন, ‘“ব্রহ্মাস্ত্র” ছবিতে শাহরুখের সঙ্গে আমার সঙ্গে কোনো দৃশ্য ছিল না। তাই কষ্ট পেয়েছিলাম। কিন্তু “জওয়ান” আমার সামনে অন্য দরজা খুলে দিল। শাহরুখ খানের কাজ সামনে থেকে দেখে আমি মুগ্ধ। সেটে তিনি আমাকে একবার জড়িয়ে ধরেছিলেন। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’