মারা গেছেন সালমান খানের ‘জয় হো’ সিনেমার অভিনেতা

ছোট পর্দায় খুবই জনপ্রিয় ছিলেন সমীর খাখর
টুইটার

মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা সমীর খাখর। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। গতকাল দুপুরে অভিনেতার শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৭১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

সমীর খাখরের ভাই গণেশ খাখর জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন সামীর। এ ছাড়া তাঁর আরও শারীরিক সমস্যা ছিল। গতকাল হঠাৎ অজ্ঞান হয়ে গেলে ডাক্তারের পরামর্শে এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। এ সময় তাঁর হার্ট ঠিকমতো কাজ করছিল না।

এ জন্য তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।

সমীর খাখর
টুইটার

ছোট পর্দায় খুবই জনপ্রিয় ছিলেন সমীর খাখর। মাঝে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তিনি দেশে ফিরে এসে আবারও অভিনয়ে ফিরতে চান। তখন তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘শেষনিশ্বাস পর্যন্ত আমি কাজ করতে চাই, আমি এখনো ক্লান্ত নই। আমি সারাজীবন মানুষকে বিনোদন দিতে চাই।’

এরপরই তিনি যুক্ত হন সালমান খানের ‘জয় হো’ সিনেমার সঙ্গে। এ ছাড়া বলিউডের ‘হাসি তো ফাঁসি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি সাদি’ এবং অজয় দেবগন ও সুনীল শেঠির ‘দিলওয়ালে’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। সর্বশেষ তাঁকে ‘ফ্যামিলি ম্যান’ ও ‘ফারজি’র মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করতে দেখা গেছে।

দীর্ঘ ৩৮ বছরের অভিনয় ক্যারিয়ারে এই অভিনেতা অসংখ্য সিনেমা এবং টিভি শোতে অভিনয় করেছেন। এ ছাড়া ছোট পর্দায় তিনি ছিলেন দারুণ জনপ্রিয়। আজ বেলা ১১টার সময় বোরিভ্যালির বাভাই নাকা শ্মশানে এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন