শেহনাজের শিক্ষা
রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন পাঞ্জাবের শেহনাজ গিল। চেহারার মিল থাকায় তাঁকে বলা হচ্ছিল পাঞ্জাবের ‘ক্যাটরিনা কাইফ’। তবে এখন শেহনাজ নিজের নামেই খ্যাত। বিটাউনে নিজের জায়গা ধীরে ধীরে পাকাপোক্ত করে ফেলছেন তিনি। শিগগিরই হিন্দি ছবিতে অভিষেক হতে চলেছে তাঁর। আর ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেছেন এই নবাগতা নায়িকা। বলিউড সুপারস্টার সালমান খানের অ্যাকশন-বিনোদনধর্মী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ আছেন তিনি।
‘বিগ বস’–এ সালমান খানের সঙ্গে শেহনাজের দারুণ রসায়ন জমেছিল। কখনো সালমান বড় ভাইয়ের মতো শেহনাজকে বুকে টেনে নিয়েছেন, কখনো আবার ভাইজানকে শাসন করতেও দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ সালমানের প্রশংসা করে বলেছেন, ‘তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। শিখেছি, কীভাবে সব প্রতিবন্ধকতা সরিয়ে এগিয়ে চলতে হয়। তিনি আমাকে বলেছেন জীবনে অনেক দূর যেতে পারি যদি কঠোর পরিশ্রম করি। তিনি নানাভাবে অনুপ্রাণিত করেছেন।’
শেহনাজ প্রভাবশালী বলিউড পরিবারের কেউ নন, এসেছেন পাঞ্জাব থেকে। নিজের এই অভিনয়যাত্রা সম্পর্কে এই পাঞ্জাবি তরুণী বলেন, ‘আপনি যখন একা থাকেন আর কোনো ছোট শহর থেকে আসেন, তখন কেউ আপনাকে আটকাতে পারে না। আমিও ধীরে ধীরে বড় হচ্ছি। আশপাশের মানুষের কাছ থেকে শিখছি। আপনার সঙ্গে যার যার দেখা হবে, তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আমার এই চলার পথে যার সঙ্গেই আমার দেখা হয়েছে, সে ভালো হোক বা মন্দ, কিছু না কিছু শিখেছি। শিখেছি, পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে চলতে হয়। এখন যেকোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী।’
হিন্দি ছবিতে অভিষেকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেহনাজের অনুরাগীর সংখ্যার কমতি নেই। নেট দুনিয়ায় নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে শেহনাজ বলেছেন, ‘আমি মনে করি না এটা বড় কিছু। ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমার জন্য অনেক কিছু করেছেন। তবে আমি যদি কাজ বন্ধ করে দিই, তাঁরাও আমাকে অনুসরণ করা কিছু বন্ধ করে দেবেন।’
চলতি বছর হিন্দি ছবিতে অভিষেক হলেও পাঞ্জাবি সিনেমায় শেহনাজের অভিষেক হয়েছে আগেই। ২০১৭ সালে প্রথম ছবির পর করেছেন আরও তিন পাঞ্জাবি সিনেমা। প্রথম হিন্দি ছবি মুক্তির আগে আরেকটি বলিউড ছবিতে যুক্ত হয়েছেন শেহনাজ। করণ কুন্দ্রার ছবিতে তাঁর সহকর্মী ভূমি পেড়নেকর।