বলিউডের দুর্দিনে তিন দিনে কত আয় করল ‘ব্রহ্মাস্ত্র’

ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া ভাট
ছবি: সংগৃহীত

বলিউড সিনেমার জন্য চলতি বছরটা ভীষণ হতাশার। গত আট মাসে মুক্তি পাওয়া বেশির ভাগ হিন্দি সিনেমাই একের পর এক মুখ থুবড়ে পড়েছে। কোনোভাবেই যেন শনির দশা কাটিয়ে উঠতে পারছিল না। বক্স অফিসে এমন দুর্দিন বলিউডকে অনেক দিন দেখতে হয়নি। বলিউডের দাপট ছাপিয়ে জায়গা করে নিচ্ছে কন্নড়, তেলেগু, তামিল, মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো। এর মধ্যেই যেন জ্বলে উঠল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটির তিন দিনের আয় সে আভাসই দেয়।

এ বছরের এপ্রিলে মুক্তি পেয়ে বাজিমাৎ করেছে ‘কেজিএফ টু’
ছবি: সংগৃহীত

যদি প্রথম দিনের আয়ের কথা বলা হয়, সেখানে এগিয়ে ছিল ‘কেজিএফ চ্যাপ্টার টু’। এক শ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রথম দিনেই সারা বিশ্ব থেকে আয় করে ১৫৯ কোটি টাকা। কন্নর সিনেমাটি ইতিমধ্যে এক হাজার কোটি রুপি আয় করে অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে। আবার তেলেগু ইন্ডাস্ট্রির ‘আরআরআর’-এর প্রথম দিনের আয়ও ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি—২২৩ কোটি রুপি। তামিল ভাষার ‘বিক্রম’ও প্রথম দিনে ৬২ কোটি রুপি আয় করে। চলতি বছর প্রথম দিনের আয়ের হিসাব করলে সেখানে বলিউড সিনেমার নাম রাখাই দায়। ২০২২ সালে কোনো হিন্দি সিনেমা ৫০ কোটি আয়ের মুখ দেখিনি।

‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হয়। ছবি: ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

‘ভুলভুলাইয়া টু’, ‘বচ্চন পান্ডে’, ‘গাঙ্গুবাই’, ‘লাল সিং চাড্ডা’, ‘শরশেরা’ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল। মুক্তির পর কয়েকটি সিনেমা সুপারহিট হয়েছে। কিন্তু প্রথম দিনে আয়ের রেকর্ড গড়তে সব কটিই ব্যর্থ। যেমন ধরা যাক ‘গাঙ্গুবাই’-এর কথা। সিনেমাটির বাজেট ১২৫ কোটি রুপি। প্রথম দিনেই সিনেমাটি আয় করে ১৬ কোটি রুপি। পরে ভারত থেকে সিনেমাটির মোট হয় গিয়ে দাঁড়ায় ১৫০ কোটি রুপি। ব্যবসায়িকভাবে মোটামুটি সফল বলা যায়। রাজ মেহতার ‘যুগ যুগো জিয়ো’র বাজেট এক শ কোটি হলেও ভারত থেকে আয় হয়েছে ৯৯ কোটি রুপি। অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর বাজেট ২২০ কোটি রুপি, প্রথম দিনে আয় মাত্র ১৭ কোটি। পরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ‘বচ্চন পান্ডে’র অবস্থা আরও খারাপ—সিনেমাটি দর্শকের প্রতাশ্যা একেবারেই পূরণ করতে পারেনি। এরপর ধারণা করা হয় ‘লাল সিং চাড্ডা’ দিয়ে হয়তো সাফল্যের ধারায় ফিরবে বলিউড, সেটাও হয়নি। ১৮০ কোটি রুপি বাজেটের সিনেমা এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ১২২ কোটি রুপি। হতাশায় ছবিটি থেকে কম পারিশ্রমিক নেওয়ার কথা জানান আমির খান। ইতিমধ্যেই ফ্লপের কাতারে নাম লিখিয়েছে সিনেমাটি। এই তালিকায় শহীদ কাপুরের ‘জার্সি’, জন আব্রাহামের ‘অ্যাটাক’, অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’সহ অনেক তারকাবহুল সিনেমা।

আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই’ বক্স অফিসে মোটামুটি ভাবে সফল
ছবি: সংগৃহীত

একের পর এক বলিউড সিনেমাগুলো যখন দর্শকদের হতাশ করছিল, তখন আশার আলো হয়ে জ্বলে উঠল ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবি দিয়ে বলিউডের যেন একটু হলেও মাথা তুলে দাঁড়াতে পারল। অন্তত সিনেমাটির তিন দিনের আয় সে কথাই বলে। এই আয় প্রতিদিনই বাড়ছে। সিনেমাটির প্রথম দিনে আয় ছিল ৩১.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩৭.৫ কোটি রুপি। গতকাল সিনেমাটি আরও ৩৯ কোটি আয় করে। সব মিলিয়ে তিন দিনেই কেবল ভারতের বক্স অফিস থেকে ১০৮ কোটি রুপির বেশি আয় করেছ অয়ন মুখার্জির ছবিটি। দেশের বাইরের আয় এর চেয়ে বেশি। ভারত ও ভারতের বাইরে মিলিয়ে প্রথম তিন দিনে ছবিটির আয় ২২৫ কোটি রুপি। ভারতের মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ সবচেয়ে বেশি আয় করেছে উত্তর ভারত থেকে—১০০ কোটির বেশি। এ ছাড়া অন্ধ্র প্রদেশ থেকেও ভালো আয় করেছে। ছবি মুক্তির আগে এস এস রাজামৌলি ও এনটিআর জুনিয়র ছবিটির প্রচারণায় অংশ নিয়েছিলেন। বিশ্লেষকেরা মনে করছেন, দক্ষিণ ভারতের রাজ্যটিতে ‘ব্রহ্মাস্ত্র’ ভালো ব্যবসার পেছনে এটা বড় কারণ।

‘ব্রহ্মাস্ত্র’ আলিয়ার জন্য আরও বিশেষ কিছু
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

আশ্চর্যভাবে তামিলনাড়ু থেকেও ভালো আয় করেছে ‘ব্রহ্মাস্ত্র’। রাজ্যটিতে হিন্দি সিনেমা কখনোই ভালো ব্যবসা করতে পারে না। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ‘ব্রহ্মাস্ত্র’। এভাবে চলতে থাকলে দ্রুতই বাজেটের ৪০০ কোটি ঘরে তুলবে পারবে ছবির প্রযোজকেরা।

এদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ভালো ব্যবসা করায় অন্য প্রযোজকেরাও আশাবাদী হচ্ছেন। বিশেষ করে বলা হচ্ছে ‘বিক্রম বেদা’র কথা। সাইফ আলী খান ও হৃতিক রোশানের মতো তারকাদের নিয়ে ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সমালোচকেরা মন্তব্য করছেন, ধারাবাহিকভাবে বাণিজ্যিক সাফল্য না এলে হয়তো অল্প দিনের মধ্যে বলিউড পুরোপুরি তাদের রাজত্ব হারাবে। সূত্র: আইএমডিবি, বলিউড হাঙ্গামা, পিঙ্কভিলা, ফিল্মবিট।

বিক্রম বেদা’র লুকে হৃতিক রোশান
ছবি: সংগৃহীত