যে ছবিকে ঘিরে গুঞ্জনের ধোঁয়া উঠেছিল, সেই ছবির পেছনের কাহিনিও ফাঁস করেছেন সাদিয়া। এই পাকিস্তানি অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরিয়ানের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। দুবাইয়ে বর্ষবরণের রাতে তাঁরা ছবিটি তুলেছিলেন। সাদিয়া সাতপাঁচ না ভেবেই ছবিটি নেট দুনিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে সামান্য এক ছবিকে ঘিরে এত জলঘোলা হবে। ছবির প্রসঙ্গে সাদিয়া বলেছেন, ‘বর্ষবরণ পার্টির উদ্যাপনে আমাদের সাক্ষাৎ হয়েছিল। আর সেই রাতে আমরা একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলাম। আরিয়ানের সঙ্গে তখন অল্পবিস্তর কথাবার্তা হয়েছিল। আরিয়ান খুবই ভদ্র আর শান্ত স্বভাবের। আর তার মানে এই নয় যে আমরা প্রেম করছি। আমি সবচেয়ে অবাক হয়েছি যে এ ব্যাপারে আমাদের থেকে কেউ কিছু জানতে চাননি। যে যাঁর নিজের মতো কল্পনা করে ফেলেছেন।’
পাকিস্তানি নায়িকা আরও জানিয়েছেন, ‘সেই বর্ষবরণের রাতের আয়োজনে আমি একলা ছিলাম না। আমাদের সঙ্গে আরও অনেকেই ছিলেন। আর এরা প্রত্যেকে আরিয়ানের সঙ্গে ছবি তুলেছিলেন। কিন্তু বুঝে উঠতে পারছি না যে শুধুই আমার ছবিটি কেন ভাইরাল হলো।’
শাহরুখের মতোই আরিয়ানের নারী ভক্তের সংখ্যা অনেক। করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ বলিউড নায়িকা অনন্যা পান্ডে নিজের মুখে আরিয়ানকে ভালো লাগার কথা স্বীকার করেছিলেন। কিছু দিন আগে নোরা ফতেহির সঙ্গে তাঁর প্রেমের খবর নিয়ে বলিপাড়ায় হইহই পড়ে গিয়েছিল। এখানেও যত গন্ডগোলের মূলে এক ছবি। এক পার্টিতে নোরা আর আরিয়ান একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন। তারপর সাদিয়ার সঙ্গে ছবি তুলে ফ্যাসাদে পড়েছেন এই তারকাপুত্র। সাদিয়ার বক্তব্য এখন নেট জনতার মুখ বন্ধ করে দিয়েছে।