বিয়ের পর বেরিয়ে এল স্বামীর আসল রূপ

‘আম্মু’–তে ঐশ্বরিয়া লক্ষ্মী
ছবি : সংগৃহীত

‘৪৭ নাটকাল’, ‘থাপ্পড়’ থেকে ‘গার্গী’—পারিবারিক নির্যাতন নিয়ে ভারতে অনেক ছবিই হয়েছে। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘আম্মু’ও একই ধরনের সিনেমা। তবে বিষয়বৈচিত্র্য, অভিনয় আর পরিচালনা দিয়ে চলতি বছরের অন্যতম সেরা ‘আম্মু’, বলছেন অনেক সমালোচক।

ক্যারিয়ারের শুরু থেকে চিত্রনাট্য নির্বাচনে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন মালয়ালম অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। ‘মায়ানদী’, ‘কানাকানি’র পর সর্বশেষ মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান ১’ দিয়ে বাজিমাত করেছেন। মণির ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতে ঐশ্বরিয়া হাজির ‘আম্মু’ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্মটিতে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকের প্রশংসায় ভাসছে ছবিটি।

‘আম্মু’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

‘আম্মু’ পরিচালক চারুকেশ শেখরের প্রথম ছবি। প্রথম ছবি দিয়েই সমালোচকের সুনজরে চলে এসেছেন তিনি। ড্রামা, মিস্ট্রি, থ্রিলার ঘরানার ছবিটিতে দিয়ে তিনি মূলত পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চেয়েছেন।

‘আম্মু’ সিনেমার একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ছবির গল্প ২৫ বছর বয়সী তরুণী আম্মুকে নিয়ে। প্রতিবেশী রবির সঙ্গে বিয়ে হয় তার। রবি পেশায় পুলিশ অফিসার। শুরুতে ভালোই চলছিল। টোনাটুনির সুখের সংসার। কিন্তু কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে রবির আসল রূপ। স্বামীর হাতে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে থাকে আম্মু। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে সহ্যের সীমা অতিক্রম করে। আম্মু ঠিক করে সে ঘুরে দাঁড়াবে, স্বামীকে উচিত শিক্ষা দেবে। কী করবে, সেটি নিয়ে এগিয়েছে ছবিটি।

ঐশ্বরিয়া লক্ষ্মী
ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র সমালোচক শুভম কুলকার্নি ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, এটি চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। ঐশ্বরিয়া যেভাবে আম্মু চরিত্রটির মানসিক দুরবস্থা পর্দায় তুলে ধরেছেন, সেটিরও তারিফ করেছেন তিনি। হিন্দুস্তান টাইমসও প্রশংসা করেছে ছবিটির। থ্রিলারের মোড়কে পরিচালক যেভাবে পারিবারিক নির্যাতনকে তুলে ধরেছেন, সেটির জন্যও পরিচালককে বাহবা দিয়েছে।

‘মায়ানদী’–এর একটি দৃশ্যে ঐশ্বরিয়া লক্ষ্মী ও টোভিনো থমাস
ছবি : সংগৃহীত

‘আম্মু’ মূলত তেলেগু ছবি হলেও অ্যামাজন প্রাইমে ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল, মালয়ালমসহ বেশ কয়েকটি ভাষায়। মুক্তির পর অনেকে মনে করছেন, সরাসরি ওটিটিতে না দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিলে ‘আম্মু’ আরও বেশি মানুষের কাছে পৌঁছাত।
ছবির প্রযোজক বলছেন, প্রেক্ষাগৃহ নয়, ওটিটির কথা ভেবেই তৈরি হয়েছে ছবিটি।

‘পোন্নিইন সেলভান ১’–ঐশ্বরিয়া লক্ষ্মী
ছবি : সংগৃহীত

‘আম্মু’র প্রযোজক এই সময়ের দক্ষিণ ভারতের অন্যতম পরিচালক কার্তিক শুভরাজ। তিনি বলেন, চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছে, ছবিটি ওটিটির জন্য ভালো হবে। প্রেক্ষাগৃহে মুক্তি দিলে বক্স অফিসের একটা চাপ থাকে। ওটিটিতে সেসবের বালাই নেই।

‘আম্মু’–তে ঐশ্বরিয়া লক্ষ্মী
ছবি : সংগৃহীত

ছবিটিতে আম্মু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন ঐশ্বরিয়া। কার্তিক নিজেও মুগ্ধ তাঁর পারফরম্যান্সে, ‘চিত্রনাট্য পড়ার পরেই বুঝে যাই আম্মু চরিত্রটি ছবির মেরুদণ্ড। ঐশ্বরিয়াকে নির্বাচনের আগে চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেকেরই নাম এসেছে। তবে শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করি। তার সঙ্গে আগে “জাগমে থানধিরাম”-এ কাজ করেছি, দারুণ অভিজ্ঞতা। এ ছবিতেও সে অসাধারণ অভিনয় করেছে।’

ঐশ্বরিয়া লক্ষ্মী
ইনস্টাগ্রাম

ছবিটি মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন চরিত্রটিতে তাঁর অভিনয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে, ‘আম্মু চরিত্রটি পর্দায় তুলে ধরা খুবই কঠিন ছিল। বিশেষ করে নির্যাতনের দৃশ্যতে অভিনয় করা। শুরুর দিকে এ ধরনের দৃশ্যে অভিনয়ের পর পুরোপুরি ভেঙে পড়তাম।’

‘আম্মু’ নিয়ে সমালোচকদের প্রশংসার পর আরও নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে সুযোগ পাওয়ার আশা ঐশ্বরিয়ার
ইনস্টাগ্রাম

অভিনেত্রী জানান, পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন, এমন অনেক নারীকে চেনেন তিনি। ব্যক্তিগত জীবনের সেই অভিজ্ঞতা পর্দায় অভিনয় করতে সাহায্য করেছে। সিনেমায় দেখা যায়, দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে ঘুরে দাঁড়ায় আম্মু। ঐশ্বরিয়া বলছেন, সিনেমায় অভিনয়ের পর আম্মুর মতো তিনিও মানসিকভাবে দৃঢ় হয়েছেন।

মালয়ালম ছবি দিয়ে শুরু ঐশ্বরিয়ার
ইনস্টাগ্রাম

‘পোন্নিইন সেলভান ১’-এর বক্স অফিসে সাফল্য, ‘আম্মু’ নিয়ে সমালোচকদের প্রশংসার পর আরও নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে সুযোগ পাওয়ার আশা ঐশ্বরিয়ার। মালয়ালম ছবি দিয়ে শুরু করলেও ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে তামিল, তেলেগুসহ দক্ষিণ ভারতের নানা ভাষার ছবিতে।

আরও পড়ুন