সেন্সর বোর্ড আটকে দিল অক্ষয়ের সিনেমা

অক্ষয় কুমারইনস্টাগ্রাম

সময়টা একেবারেই পক্ষে নেই অক্ষয় কুমারের। একের পর এক সিনেমা ফ্লপ। তাই তো হিট সিনেমার সিকুয়েল ‘ওএমজি ২’ দিয়ে ফিরে আসার চেষ্টায় অক্ষয়। কিন্তু সিনেমা মুক্তির আগেই বড় এক বাধার সম্মুখীন তিনি। সিনেমা মুক্তির বেশি দিন বাকি নেই। প্রচারণাও শুরু করে দিয়েছেন। দিন দুয়েক আগেই প্রকাশ করা হয়েছিল সিনেমার টিজার। এরই মধ্যে খবর এল সেন্সর বোর্ড আটকে দিয়েছে সিনেমাটি। খবর ইন্ডিয়া টুডের
গত মাসেই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। বড় বাজেটের এই সিনেমা মুক্তির পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যায়।

সিনেমায় হিন্দু দেব-দেবতাদের মুখের সংলাপ, তাদের কস্টিউম নিয়ে অসন্তোষ দর্শকের। নির্মাতাদের সঙ্গে সমালোচনার মুখে পরে সেন্সর বোর্ডও। এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বন করছে সেন্সর বোর্ড।

অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম

‘ওএমজি ২’-এ হিন্দু দেবতা শিবের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। তাই সেন্সর বোর্ড সংশোধনী কমিটির কাছে পাঠিয়েছে সিনেমাটি। তারা সিনেমাটির সংলাপ আর দৃশ্যগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপর ছাড়পত্র দেবে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয়ের ‘ওএমজি’। বক্স অফিসেও সিনেমাটি সাড়া ফেলেছিল। ১১ বছর পর এবার এই সিনেমার সিকুয়েল নির্মাণ করছেন অমিত রাই। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এক মাসের কম সময় বাকি থাকতেই এই দুঃসংবাদ। সেন্সর বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই সময়মতো সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। এই সিনেমা দিয়ে আবারও বক্স অফিসের ফেরার আশা করছিলেন অক্ষয়। এখন সেন্সর বোর্ডের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। অক্ষয় ছাড়া এতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম প্রমুখ।