শাহরুখ বনাম শাহরুখ

‘জওয়ান’–এ শাহরুখ। টুইটার থেকে

শাহরুখের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন শাহরুখ নিজেই। ‘জওয়ান’ কি পারবে ‘পাঠান’কে টক্কর দিতে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মুক্তির পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ছবিটি।

আরও পড়ুন

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের সবচেয়ে আলোচিত ছবি ‘জওয়ান’। অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণি পরিচালক অ্যাটলি। হিন্দি ছাড়া তামিল, তেলেগুতে ছবিটি মুক্তি পেয়েছে। ছবির অভিনয়শিল্পীর তালিকাও দুর্দান্ত—শাহরুখ ছাড়া আছেন নয়নতারা, প্রিয়ামণি, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও অনেকে। ‘কিং খান’কে এই ছবিতে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। ট্রেলারে যেমনটি ইঙ্গিত মিলেছিল, ছবিতে দুরন্ত অ্যাকশন করতে দেখা গেছে তাঁকে। তবে অ্যাটলির এই ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও নয়নতারা জুটি। ইতিমধ্যে ছবির গানে তাঁদের উষ্ণ রসায়ন ধরা পড়েছে। খল চরিত্রে নজর কেড়েছেন বিজয় সেতুপতিও। এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, শাহরুখের কারণেই এ ছবি করতে তিনি রাজি হয়েছিলেন।

শাহরুখের ‘জওয়ান’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চলতি বছরের শুরুর দিকে ‘পাঠান’ দিয়ে দীর্ঘ সময় পর তিনি সফলতার মুখ দেখেছিলেন। শুধু সফলতাই নয়, ছবিটি অভিনেতার ডুবন্ত ক্যারিয়ারকে রক্ষা করেছিল। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এসেছে ‘জওয়ান’।

‘জওয়ান’–এ নয়নতারা। টুইটার থেকে

সিনেমাপ্রেমীদের কাছে শাহরুখ এখন আর শুধু তারকা নন, তিনি এক আবেগের নাম। তাই ‘জওয়ান’ ঘিরে অনুরাগীদের নতুন নতুন আবেগের কাহিনি ভেসে বেড়াচ্ছে। অগ্রিম টিকিট বুকিংয়ের দৌড়ে ছবিটি ‘পাঠান’ ও ‘গদার ২’কে পেছনে ফেলেছে আগেই। বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, কিং খানের এ ছবি বলিউডের ইতিহাসে এক নতুন সাফল্যের কাহিনি লিখতে চলেছে।

গত ১০ জুলাই এ ছবির প্রিভিউ ভিডিও মুক্তি পেয়েছিল। সেই ভিডিওতে শাহরুখকে নানা অবতারে দেখে তাঁর ভক্তরা মুগ্ধ হন। আর তখনই ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। তবে গত ৩১ আগস্ট এই ছবির ট্রেলার মুক্তির পর সেই প্রত্যাশার পারদ হু হু করে আরও বেড়েছে। বলা যায়, সারা দুনিয়া এখন ‘জওয়ান’–জ্বরে কাবু।
এর আগে ‘পাঠান’কে ঘিরে উঠেছিল নানা সমালোচনার ঝড়। এমনকি এ ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি নিয়েও বেশ কিছু ধর্মীয় সংগঠন সরব হয়েছিল। নেট দুনিয়ায় ছবিটি বর্জনের ডাক উঠেছিল। তবে ‘জওয়ান’কে ঘিরে এখন পর্যন্ত কোনো বিতর্ক সামনে আসেনি। ছবিটিকে শুরু থেকে সবাই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

‘জওয়ান’–এ বিজয় সেতুপতি। টুইটার থেকে

‘জওয়ান’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। দীপিকা যে কিং খানের জন্য সৌভাগ্য বয়ে আনেন, তা একাধিকবার প্রমাণিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিওতে শাহরুখের এই ছবিকে ঘিরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে। জানা গেছে, মহারাষ্ট্রের মালেগাঁওতে এই ছবির অগ্রিম টিকিটের জন্য রাত দুইটার সময় দীর্ঘ লাইন দেখা গেছে। বিহারসহ ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কিছু প্রেক্ষাগৃহ ভোর পাঁচটা থেকে খুলেছিল। তবে ‘জওয়ান’ মুক্তির সপ্তাহান্তে বেশির ভাগ দিল্লিবাসী ছবিটি দেখতে পাবেন না। কারণ, দিল্লির প্রগতি ময়দানে ৯ ও ১০ সেপ্টেম্বর জি–২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তাই নিরাপত্তার কারণে ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির অধিকাংশ প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। এর প্রভাব অবশ্যই পড়বে বক্স অফিস কালেকশনে।

বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ‘সব মিলিয়ে এখন ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। মানুষ আবার সিনেমা দেখতে যাচ্ছেন। অনেকে মনে করেছিলেন যে হিন্দি সিনেমা মৃত, আর কেউ হিন্দি ছবি দেখতে চান না। আমার মনে হয়, গত কয়েক মাসে সম্পূর্ণ পরিস্থিতি বদলে গেছে। এখন এক দুর্দান্ত সময়।’

চিত্র নির্মাতা তথা বাণিজ্যিক বিশেষজ্ঞ গিরীশ জোহর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে ‘জওয়ান’ মুক্তির দিনই ১০০ কোটি রুপির অঙ্ক ছাড়িয়ে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী। বাণিজ্যিক বিশ্লেষক মনোবালা বিজয়বালন গত মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, ‘জওয়ান’ অগ্রিম বুকিং থেকে ইতিমধ্যে দুনিয়াজুড়ে ৩৭ কোটি ৩৬ লাখ রুপির বেশি আয় করে ফেলেছে। ট্রেলার মুক্তির পর থেকে মার্কিন মুলুকে ছবিটি ঘিরে প্রবল উন্মাদনা দেখা গেছে। খ্যাতনামা বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, ‘পাঠান’ ছবি পেছনে ফেলে এগিয়ে যাবে ‘জওয়ান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ দক্ষিণ ভারতে এতটা সাড়া পায়নি। তবে ‘জওয়ান’ নিয়ে কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে উন্মাদনা দেখা যাচ্ছে। রজনীকান্ত থেকে ধর্মেন্দ্র—সবাই শাহরুখকে শুভকামনা জানিয়েছেন।