বৃষ্টির গানের শুটিংয়ে গিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে

শোভানা
ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় ছবিতে আগে নিয়মিত থাকত বৃষ্টির গান। নায়ক, নায়িকা বৃষ্টিতে ভিজছেন—হিন্দি, বাংলা বা দক্ষিণি সিনেমায় এ ধরনের দৃশ্য হামেশাই দেখা যেত। তবে একটি সিনেমার বৃষ্টির গানের দৃশ্যের শুটিংয়ে গিয়ে ‘অস্বস্তিকর অবস্থায়’ পড়তে হয় দক্ষিণি অভিনেত্রী শোভানাকে।

আরও পড়ুন

শোভানা চন্দ্রকুমার পিল্লাই ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ভরতনাট্যম নাচিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন মালয়ালম, তামিল, তেলেগু, হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমায়। সম্প্রতি তাঁর বৃষ্টির গানের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

১৯৮৯ সালে রজনীকান্তের সঙ্গে ‘শিবা’ ছবিতে অভিনয় করেন শোভানা। এই ছবির বৃষ্টির গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে কী হয়েছিল, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী।

শোভানা
আইএমডিবি

শোভানা বলেন, ‘আমি জানতাম না ছবিতে বৃষ্টির গান আছে। শুটিংয়ে গিয়েছিলাম সাদা স্বচ্ছ শাড়ি পরে। এ অবস্থায় বৃষ্টির গান নিয়ে চিন্তায় পড়ে যাই।’

এরপর শোভানা ছবির কস্টিউম ডিজাইনারকে অনুরোধ করেন, তিনি বাড়ি গিয়ে বৃষ্টির গানের জন্য ‘প্রস্তুত’ হয়ে ফিরবেন। কিন্তু কস্টিউম ডিজাইনার তাঁকে অনুমতি দেননি। কারণ ছিল সময়ের স্বল্পতা। ওই দিন গানটির দৃশ্যধারণের তাড়া ছিল। এরপর একটু ভেবে নিজেই সমাধান বের করেন তিনি।

শোভানা শাড়ির নিচে টেবিল কভার ব্যবহার করেন যেন ক্যামেরার সামনে শরীর উন্মুক্ত না হয়ে যায়। কেবল এই সিনেমা নয়, অনেক ছবিতেই এই কৌশল কাজে লাগিয়েছেন শোভানা।

শোভানা
ইনস্টাগ্রাম থেকে

অনেক ক্ষেত্রে ব্যবহার করেছেন প্লাস্টিকের শিট। ‘শিবা’ ছবির বৃষ্টির গান শুটিংয়ের ক্ষেত্রে ‘কৌশল’ প্রয়োগ করে শেষ পর্যন্ত অস্বস্তিকর অবস্থা এড়িয়েছিলেন শোভানা। তবে ছবিতে বৃষ্টির গান আছে—এমন তথ্য তাঁকে আগে থেকে না জানানোয় অসন্তুষ্ট হয়েছিলেন তিনি।