ভরসার নাম ভূমি

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

সাত বছরের অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন বলিউডের অভিনেত্রী ভূমি পেড়নেকর। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে বাজিমাত করেছেন, নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। বলিউডের তাবড় তাবড় নির্মাতা এখন যে কজন অভিনয়শিল্পীকে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন, তাঁদের একজন ভূমি।

পরিচালকদের পছন্দের তালিকায় সব সময় ভূমির নাম ওপরের দিকে থাকে। তারকাখ্যাতি পাওয়ার পর থেকে নামীদামি ব্র্যান্ডগুলো ভূমির পেছনে হন্যে হয়ে ছুটছে। তাদের যেন ভূমিকেই চাই! মাত্র এক বছরের মধ্যে হুট করেই ভূমির ‘ব্র্যান্ড ভ্যালু’ তরতরিয়ে বেড়ে গেছে। ২০২১ সালে তাঁর ঝুলিতে ছিল মাত্র তিনটি ব্র্যান্ড, বছরের ব্যবধানে তা সাতে উঠেছে। মানুষ তাঁর কাজ পছন্দ করে বলেই তাঁর প্রতি সবার আস্থা জন্মেছে বলে মনে করেন তিনি।

ভূমি বলেছেন, ‘আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর ধারাবাহিকতা থাকা খুব জরুরি। একজন শিল্পীর ধারাবাহিকতা বজায় না থাকলে মানুষ তাঁকে ছুড়ে ফেলে দেয়। দর্শক সব সময় ভালো কাজ আর ভালো ছবির কদর করেন। আমার কাজ সব সময় প্রশংসিত হয়ে এসেছে। আর আমার ছবি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। আমি ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে এসেছি।’

ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে

সাত বছরের ক্যারিয়ারে স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করতে ভালোবাসেন বলে জানালেন এ বলিউড নায়িকা। তাঁর ভাষ্যে, ‘সব সময় নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করেছি, আর ভিন্ন চরিত্রে মেলে ধরেছি বলে হয়তো আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার মনে হয়, মানুষের ধারণা জন্মেছে যে আমি যে প্রজেক্টের সঙ্গে যুক্ত, সেটা সম্পূর্ণ নতুন কিছু হতে চলেছে। এর গল্প দারুণ হবে। আর আমার প্রজেক্ট মানুষের মানসিকতায় বদল আনবে। আর দর্শক জানেন যে আমি এমন এক পারফরম্যান্স দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, যা তাঁদের পছন্দ হবে।’

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দম লাগা কে হাইসা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন ৩৩ বছর বয়সী এ নায়িকা। সেরা নবাগত শিল্পী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ভূমি। পরবর্তী সময়ে ‘টয়লেট: এক প্রেমকথা’, ‘শুভ মঙ্গল সাবধান’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এ তারকা।
ভূমি বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের এই বিশ্বাস অর্জন করেছি। আর আমি এর জন্য সত্যি গর্বিত। আমি এ সবকিছু আমার নিজের যোগ্যতা, একাগ্র আর ভালো মানের ছবিতে নিজের পারফরম্যান্সের জোরে অর্জন করেছি।’

ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে

ভূমির হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। এর মধ্যে অনুভব সিনহার ‘ভিড়’, অজয় বহেলের ‘দ্য লেডি কিলার’, শশাঙ্ক খৈতানের ‘গোবিন্দা আলা রে’, সুধীর মিশ্রার ছবি ‘আফবাহ’, গৌরী খান প্রযোজিত ছবি ‘ভক্ষক’সহ আরও কিছু ছবি।