৮ দিনে ১২০ কোটি, ঝড় তুলেছে সিনেমাটি
ডোমিনিক অরুণ পরিচালিত মালয়ালম সিনেমা ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’ মুক্তির আট দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপি আয় করেছে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই সুপারহিরো ছবি মালয়ালম ও তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের মতো বলিউড তারকারা ছবিটির প্রশংসা করেছেন। এটি নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।