অর্থ কেলেঙ্কারির মামলা, মহেশ বাবুকে তলব

মহেশ বাবু

দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানার একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের অর্থ পাচার–কাণ্ড প্রকাশ্যে এসেছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। তেলেঙ্গানা পুলিশের করা এফআইআরের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলাটি তদন্ত করছে। তদন্তের জন্য মহেশ বাবুকে তলব করেছে ইডি। ২৮ এপ্রিল হায়দরাবাদে তদন্ত সংস্থার অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই জমি একাধিক ক্রেতার কাছে বিক্রির অভিযোগ ওঠে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সেই সঙ্গে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। ইডি কর্মকর্তাদের দাবি, মহেশ বাবু প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ায় অনেক সাধারণ মানুষ এ প্রতিষ্ঠানকে বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু মিথ্যা প্রতিশ্রুতিতে জমি কিনতে গিয়ে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিনেতার ভাবমূর্তির কারণেই অর্থ বিনিয়োগ করেছিলেন অনেকে। তাই সরাসরি যুক্ত না থেকেও অভিনেতার নাম জড়িয়েছে।

সিনেমার দৃশ্যে
ফেসবুক থেকে
আরও পড়ুন

তবে পিটিআই জানিয়েছে, মহেশ বাবু অভিযুক্ত প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পারেন ঠিকই, কিন্তু আড়ালে থাকা এ জালিয়াতির কথা তিনি না–ও জেনে থাকতে পারেন। তাঁর সঙ্গে কথা বললে বাকি বিষয় পরিষ্কার হবে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মহেশ বাবু ৫ কোটি ৯০ লাখ রুপি নিয়েছেন। এর মধ্যে ৩ কোটি ৫০ লাখ রুপি নগদে আর বাকি অর্থ চেকের মাধ্যমে নিয়েছেন তিনি। এ কারণেই তাঁকে ইডি তলব করেছে।