জন্মদিনে তিন ভক্তের মৃত্যু, শুটিং ছেড়ে ছুটে গেলেন ‘কেজিএফ’ নায়ক

যশইনস্টাগ্রাম

গতকাল সোমবার যশ তাঁর ৩৮তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। এই প্যান ইন্ডিয়া তারকার জন্মদিন ঘিরে বড়সড় একটি দুর্ঘটনা ঘটেছে। তাঁর জন্মদিনের দিন কর্ণাটকের গদাঙ্গ জেলার সুরনাগী গ্রামে তিন যশ-অনুরাগী এক দুর্ঘটনায় মারা গেছেন। এই তিনজনের পরিবারের সঙ্গে দেখা করতে শুটিং ছেড়ে সুরনাগী গ্রামে পৌঁছে গেছেন যশ।

গতকাল ভারতে যশ–ভক্তরা তাঁদের প্রিয় তারকার জন্মদিন উদ্‌যাপন করেছেন। তাঁর জন্মদিনের ঠিক আগে আগেই সুরনাগী গ্রামে দুর্ঘটনায় তিন তরুণ প্রাণ হারিয়েছেন। এই তিনজনই যশের অনেক বড় ভক্ত। সুরনাগী গ্রামের এই তিন তরুণ যশের জন্মদিন উদ্‌যাপনের জন্য তাঁদের প্রিয় তারকার ২৫ ফুট উঁচু এক কাটআউট লাগাচ্ছিলেন। ৭ জানুয়ারি রাত ১২টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাণ এই তিন তরুণ। জানা গেছে, এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। যশ এই দুর্ঘটনার কথা শুনে স্থির থাকতে পারেননি।

আরও পড়ুন
যশের ভক্তদের পাগলামির আরও অনেক কীর্তিই প্রকাশ্যে এসেছে। ‘কেজিএফ ২’ মুক্তির সময় দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যশকে নিয়ে মেতে উঠেছিলেন তাঁর অগণিত ভক্ত। কোথাও যশের ছবিতে মালা পরানো হয়েছিল, কোথাও আবার যশের পোস্টারে দুধ ঢালা হয়েছিল। সিনেমার টিকিটের কালোবাজারিও হয়। বেঙ্গালুরুতে ছবি দেখতে গিয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ

তিনি ছবির শুটিংয়ের কারণে বাইরে ছিলেন। খবর যে শুটিং ছেড়ে যশ কর্ণাটকের সুরনাগী গ্রামে পৌঁছে গেছেন। তিনি গ্রামে গিয়ে দুর্ঘটনায় মৃত তিন তরুণের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, আর তাঁদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর পাশাপাশি তিনি তাঁর ভক্তদের উদ্দেশে বলেছেন যে জন্মদিনে তাঁকে যেন সবাই হৃদয় থেকে শুভকামনা জানান।
এ ধরনের ঘটনায় যশ তাঁর জন্মদিন ঘিরে ভীত বলে জানিয়েছেন। কারণ, এ রকম অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সাক্ষী তিনি আগেও একাধিকবার হয়েছেন। যশকে ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের প্রাণ পর্যন্ত গেছে। যশ ভক্তদের কাছে আরও আবেদন করেছেন যে তাঁর জন্মদিন ঘিরে কেউ যেন ব্যানার না লাগান আর কেউ যেন দুঃসাহসিক সেলফি না তোলেন। এই সুপারস্টার সব অনুরাগীদের সুরক্ষিত থাকার জন্য আবেদন জানিয়েছেন।
যশ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘টক্সিক’-এর শুটিংয়ে।

‘কেজিএফ’ নায়ক
ইনস্টাগ্রাম থেকে