চলে গেলেন পামেলা চোপড়া

বলিউডের জনপ্রিয় চিত্রনির্মাতা প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র দুনিয়ায়।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন পামেলা চোপড়া। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চিত্রনির্মাতা আদিত্য চোপড়া আর অভিনেতা উদয় চোপড়ার মা ও রানী মুখার্জির শাশুড়ি। গত ১৫ দিন ধরে পামেলা চোপড়া মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এক শীর্ষস্থানীয় ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, পামেলা চোপড়া নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। মাল্টি অরগ্যান ফেলিওরের জন্য তাঁর মৃত্যু হয়েছে।

১৯৭০ সালে যশ চোপড়া আর পামেলা চোপড়ার বিয়ে হয়েছিল। যশ চোপড়ার মৃত্যুর প্রায় ১১ বছর পর পামেলা চোপড়া ইহলোক ত্যাগ করলেন। পামেলা চোপড়া নেপথ্য গায়িকা ছিলেন। তিনি লেখক ও প্রযোজকও বটে। হিন্দি ছায়াছবির দুনিয়ায় তাঁর অনেক অবদান আছে। যশ চোপড়ার ছবির সংগীতের সঙ্গে তিনি নানাভাবে জড়িয়ে থাকতেন।

পামেলা চোপড়া রানী মুখার্জির শাশুড়ি

যশ চোপড়ার বেশ কিছু ছবিতে পামেলা গান গেয়েছেন। ১৯৯৩ সালে ‘আয়না’ ছবিটি তিনি মৌলিকভাবে প্রযোজনা করেছিলেন। যশরাজের তথ্য সিরিজ ‘দ্য রোমান্টিকস’-এ দেখা গিয়েছিল পামেলা চোপড়াকে। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। তিনি যশ চোপড়ার সঙ্গে বিয়ে থেকে যশরাশ ফিল্মসের উত্থানসহ নানা অজানা কথা তুলে ধরেছিলেন।