বলিউডের অনেক গান সরিয়ে নিয়েছে স্পটিফাই

স্পটিফাই কর্তৃপক্ষই গানগুলো সরিয়ে নিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকেছবি: ফেসবুক

হঠাৎ করেই মিউজিক অ্যাপ স্পটিফাই থেকে ‘হাওয়া’ হয়ে গেছে বলিউডের অনেক গান। এই গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘মালহারি’, ‘বারবার দেখো’র মতো জনপ্রিয় গান। ভারতীয় স্পটিফাই ব্যবহারকারীরা গানগুলো না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। জানা গেছে, স্পটিফাই কর্তৃপক্ষই গানগুলো সরিয়ে নিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। খবর বিবিসির।

প্রতিটি প্ল্যাটফর্মেরই গানের স্বত্বাধিকার নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে থাকে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ওই প্ল্যাটফর্মের কাছে গানের স্বত্বাধিকার আর থাকে না। তেমনই স্পটিফাইয়ের সঙ্গে গানগুলোর স্বত্বাধিকারের মেয়াদ শেষ হওয়ায় গানগুলো আর পাওয়া যাচ্ছে না স্পটিফাইয়ে। শ্রোতাদের কথা চিন্তা করে স্পটিফাই আলোচনা করছে জি মিউজিকের সঙ্গে।

শেষ পর্যন্ত কোনো চুক্তিতে আসতে না পারায় স্পটিফাই গানগুলো সরিয়ে নেয়। স্পটিফাই জানিয়েছে, এখনো আলোচনা চলছে। চুক্তির মেয়াদ বাড়লে আবারও গানগুলো শুনতে পাবেন শ্রোতারা। স্পটিফাই আরও জানায়, তাদের প্ল্যাটফর্ম বিশ্বের সব গান শোনার সুযোগ দেয় না। অন্য যেকোনো স্ট্রিমিং সেবার মতো স্পটিফাইও প্রকাশক বা মালিকদের সঙ্গে চুক্তি করে। ওই চুক্তির আওতায় গানগুলো প্ল্যাটফর্মে রাখা হয়।

গানগুলো সরিয়ে নেওয়ায় অনেক শ্রোতাই বিপাকে পড়েছেন
ছবি: ফেসবুক

গানগুলো সরিয়ে নেওয়ায় অনেক শ্রোতাই বিপাকে পড়েছেন। বলিউডের সিনেমার গানের ভক্ত ভীষ্ম রাই তাঁদেরই একজন। তিনি বিবিসিকে জানান, ‘কলঙ্ক’, ‘রাম-লীলার’ মতো কিছু সিনেমার গান প্লে লিস্টে রাখতেন ভীষ্ম। যাত্রাপথে তিনি গানগুলো শুনতেন। স্পটিফাই গানগুলো সরিয়ে নেওয়ায় তিনি বিরক্ত। ভীষ্ম রাই বলেন, কাজটি শুধুই পাগলামি। তিনি আরও বলেন, ‘পুরোনো সিনেমার গান আমার প্রতিদিনের কাজের একটা অংশ ছিল। মন ভালো রাখার জন্য গানগুলো শুনতাম।’ স্পটিফাইয়ে বলিউডের গানের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তাই তো আলোচনা চালিয়ে যাচ্ছে। স্পটিফাইয়ের সঙ্গে আবারও চুক্তি নবায়ন করলেই গানগুলো ফিরিয়ে আনবে স্পটিফাই।