বিয়ে করলেন হিনা খান

রকি জয়সোয়ালকে বিয়ে করেছেন হিনা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সোয়ালকে বিয়ে করেছেন হিনা খান। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ তারকা রকির সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানে বিয়ে সারেন এই অভিনেত্রী। আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে সুখবরটি জানান অভিনেত্রী। জানা গেছে, আইনিভাবেই বিয়ে করেছেন তাঁরা।

হিনা খান ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপির কষ্ট, কাজে ফেরার আকুলতা—সবই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর দৃঢ় মনোবলের প্রশংসা করেছেন অনেক ভক্ত। এর মধ্যে হিনা জানালেন বিয়ের খবর।

জানা গেছে, আইনিভাবেই বিয়ে করেছেন তাঁরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২০০৯ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’র সেটে দেখা হয়েছিল রকি ও হিনা খানের। সেই সিরিয়ালের প্রযোজক রকি। রকি কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে। এর পর থেকেই একসঙ্গে তাঁরা। ২০১১ সালে ‘বিগ বস’-এও দেখা গেছে রকিকে।

হিনা তাঁর বিয়েতে মনীশ মালহোত্রার শাড়ি ও গয়না পরেছিলেন। সবুজাভ শাড়ির সঙ্গে তিনি পরেছেন হালকা গোলাপি রঙের ওড়না। হাতে ছিল একটি বড় হীরার আংটি।

সবুজাভ শাড়ির সঙ্গে হিনা পরেছেন হালকা গোলাপি রঙের ওড়না। হাতে ছিল একটি বড় হীরার আংটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সাদামাটা সাজে তাঁর লুকের প্রশংসা করেছেন ভক্তরা। হিনার স্বামী রকি জয়সোয়ালও মনীশ মালহোত্রার একটি হাতের কাজ করা সাদা পাঞ্জাবি পরেছিলেন।

হিনা তাঁর বিয়ের খবর জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে এসে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের ভেতরের পার্থক্য মিলিয়ে গেছে, হৃদয় এক হয়েছে। আমরা সারা জীবনের জন্য একটি বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা হয়ে উঠেছি একে অপরের ঘর, আশা, আলো; একসঙ্গে আমরা অতিক্রম করেছি সব বাধা। আজ আমরা চিরদিনের জন্য ভালোবাসা ও আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী-স্বামী হিসেবে আমরা সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।’

আরও পড়ুন
রকি জয়সোয়ালকে বিয়ে করেছেন হিনা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে