ইনস্টাগ্রামে মাত্র ৬ জনকে অনুসরণ করেন শাহরুখ, তারা কারা?

দেশ–বিদেশের ভক্তদের প্রিয় তারকা শাহরুখ খান। এই তারকাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ৩১ মিলিয়ন ভক্ত। যেখানে বেশির ভাগ তারকাই কোটি কোটি অনুসারী নিয়ে কাউকে অনুসরণ করেন না, সেখানে ব্যতিক্রম শাহরুখ। এই তারকা ইনস্টাগ্রামে ছয়জনকে অনুসরণ করেন। ছবিতে দেখে নিই এই ছয়জন কারা?
১ / ৬
অনেকেই ভাবতে পারেন, এই তারকা হয়তো অন্য তারকাদের অনুসরণ করেন, আসলে তেমনটি নয়। তাঁর অনুসরণের তালিকায় প্রথমেই রয়েছে কাজল আনন্দ। তিনি শাহরুখ খানের সাবেক আইনজীবী। কাজল আনন্দ এর জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের বাসায় ওপর থেকে, করণ জোহর, ফারাহ খান, কাজল আনন্দ, গৌরী খান, শাহরুখ খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা।
ছবি: সংগৃহীত
২ / ৬
এরপরই রয়েছে আরিয়ান খান। শাহরুখ–ভক্তরা অবশ্যই জানেন এই আরিয়ান শাহরুখের ছেলে।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
শাহরুখ খান অনুসরণ করেন পূজা দাদলানীকে। পূজা শাহরুখের ম্যানেজার।
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
স্ত্রী গৌরী খানকে অনুসরণ করেন শাহরুখ খান।
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
মেয়ে সুহানা খানকে অনুসরণ করেন শাহরুখ খান।
ছবি: সংগৃহীত
৬ / ৬
শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের ভাইয়ের মেয়ে আলিয়া ছিবা। স্ত্রীর দিক থেকে আলিয়া সম্পর্কে ভাতিজি। তাঁকে অনুসরণ করেন শাহরুখ খান।
ছবি: সংগৃহীত