যেখানে ‘আরআরআর’কে টেক্কা দেবে ‘পুষ্পা টু’

‘পুষ্পা টু’ ‘আরআরআর’, ‘বাহুবলী’র মতো ছবিগুলোকে টেক্কা দিয়েছেকোলাজ

আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ বেড়েই চলেছে। আর ছবির নির্মাতারা দর্শকের প্রত্যাশা পূরণের জন্য কোনো ত্রুটি রাখতে চান না বলে জানা গেছে। তাঁরা ইচ্ছেমতো টাকা ঢালছেন এ সিনেমায়। বাজেটের দিক থেকে আল্লুর এই ছবি ‘আরআরআর’, ‘বাহুবলী’র মতো ছবিগুলোকে টেক্কা দিয়েছে।
২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। আল্লু আর রাশমিকা মান্দানা অভিনীত এই ছবি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। আর তাই নির্মাতারা আনতে চলেছেন এর সিকুয়েল। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। নির্মাতারা ‘পুষ্পা টু’কে এ বছরের সেরা ছবি বানাতে কোমর বেঁধে নেমে পড়েছেন।

প্রথমে এই ছবির বাজেট রাখা হয়েছিল ৩৫০ কোটি রুপি। কিন্তু ‘পুষ্পা টু’র বাজেট ক্রমে বাড়ছে। শোনা যাচ্ছে, এই ছবির বাজেট গিয়ে দাঁড়াবে ৭০০ কোটি রুপিতে।

জন্মদিনে ‘পুষ্পা ২’–এর নতুন পোস্টার শেয়ার করেছিলেন আল্লু অর্জুন
ইনস্টাগ্রাম

এর প্রধান কারণ হলো বেশ কিছু দৃশ্য দ্বিতীয়বার শুট করা হচ্ছে। কারণ, পরিচালক সুকুমার আর আল্লু অর্জুন চান না কোনোভাবেই দর্শককে আশাহত করতে। তাঁরা দুজনই এই ছবির খুঁটিনাটি বিষয়ের ওপর জোর দিচ্ছেন। সুকুমার আর আল্লু দুজনই ‘পুষ্পা টু’কে এক বড় আকারে আনতে নিজেদের সম্পূর্ণভাবে নিংড়ে দিচ্ছেন বলে জানা গেছে। ছবির শুটিং প্রায় শেষ হয়ে যাওয়ার পরও কিছু দৃশ্য আবার নতুন করে শুট করা হচ্ছে। আর এভাবেই ছবির বাজেট বেড়েই চলেছে।

অন্যদিকে রাজামৌলির ছবি মানেই বিশাল বাজেট। সেদিক থেকে ‘পুষ্পা টু’ রাজামৌলির ছবিগুলোকে পেছনে ফেলে দিতে চলেছে। ‘বাহুবলী টু’র বাজেট ছিল ৪৩০ কোটি রুপির মতো। রাজামৌলির ‘আরআরআর’ নির্মাণে খরচ হয়েছিল ৫৫০ কোটি রুপি।

আরও পড়ুন