নতুন করে আলোচনায় দীপিকার পুরোনো প্রেম
বলিউড তারকা রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধার আগে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এবার বলিউডের ‘মস্তানি গার্ল’-এর এক নতুন প্রেমকাহিনি প্রকাশ্যে উঠে এসেছে। দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মডেল, তথা অভিনেতা মুজম্মেল ইব্রাহিম এক অবাক করার মতো দাবি করেছেন। এক সাক্ষাৎকারে মুজম্মেল এই বিটাউন নায়িকার সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে অনেক কিছু খোলাসা করেছেন।
এক সাক্ষাৎকারে মুজম্মেল ইব্রাহিম দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক গোপন কথা ফাঁস করেছেন। বলিউডের নানান অকথিত প্রেমকাহিনির মধ্যে এই কাহিনি এত দিন চাপা পড়েছিল। মুজম্মেলের দাবি যে দীপিকা যখন প্রথম মুম্বাইতে এসেছিলেন, তখন অভিনেত্রী তাঁর সঙ্গেই ‘ডেট’ করেছিলেন। মুজম্মেলের কথায় দীপিকার সঙ্গে তাঁর প্রকৃত প্রেমের সম্পর্ক ছিল। আর এই বিটাউন নায়িকাই তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলে মুজম্মেল দাবি করেছেন।
এই সাক্ষাৎকারে মুজম্মেল অকপটে জানিয়েছেন, ‘আমরা যখন একে অপরের সঙ্গে “ডেট” করতাম, তখন আমাদের জীবন অত্যন্ত সাদামাটা ছিল। মুম্বাইয়ের বৃষ্টিতে অটোরিকশা করে ঘোরা, গান শোনা, আর একে অপরের সঙ্গে সময় কাটানো খুবই বিশেষ ছিল আমাদের জন্য।’ দীপিকার সঙ্গে কাটানো নানান সুন্দর স্মৃতির মধ্যে এক স্মৃতি মুজম্মেল এই সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন। এই মডেল এবং অভিনেতা জানিয়েছেন, ‘একবার আমি অটোরিকশার চালককে অনুরোধ করি যে দীপিকার পছন্দের গান বাজাতে। সেই চালক দেঢ় ঘণ্টা ধরে গান বাজিয়েছিলেন। দীপিকা সেদিন দারুণ খুশি হয়েছিল।’
মুজম্মেল ইব্রাহিম বলেছেন যে সেই সময় তিনি প্রতিষ্ঠিত অভিনেতা ও মডেল ছিলেন আর দীপিকা তখন নেহাতই এক উঠতি মডেল ছিলেন। দীপিকার সঙ্গে প্রথম সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা দুজনে এক ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলাম, তখনই ওর সঙ্গে আমার দেখা হয়। শুরুতেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। গ্ল্যাড্রাগসের মতো শোতে আমি অংশগ্রহণ করেছিলাম। আর সেই শোর মাধ্যমে আমি জনপ্রিয় হয়ে উঠেছিলাম। আমি তখনই দীপিকার নজরে পড়েছিলাম।’
মুজম্মেল জানিয়েছেন যে দুই বছর দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এরপর তাঁদের প্রেমে ভাঙন ধরেছিল। ব্রেকআপের প্রসঙ্গে এই মডেল বলেন, ‘ব্রেকআপের পরও আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না। কিছু সময়ের জন্য আমরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলাম। কিন্তু পরে আমরা দুজনে আবার কথা বলতে শুরু করি। আমরা একে অপরের সফলতাকে সব সময় অভিনন্দন জানাতাম।’ দীপিকার বিয়ে রণবীর সিংয়ের সঙ্গে হওয়ার পর তাঁদের সম্পর্ক একদম ভেঙে গেছে বলে জানিয়েছেন মুজম্মেল।
দীপিকা আজ বলিউডের শীর্ষ স্থানীয় নায়িকাদের মধ্যে একজন। মুজম্মেল এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে দীপিকাকে নিয়ে তিনি রীতিমতো গর্ববোধ করেন। মডেল, তথা অভিনেতা জানান, ‘দীপিকা এখন এক সুপারস্টার। ওকে দেখে আজ আমার দারুণ আনন্দ এবং গর্ব হয়।’ মুজম্মেল বলেছেন যে তিনি সব সময় দীপিকার খুশির জন্য প্রার্থনা করেন। আর অভিনেত্রীর কাজের ভক্ত বলে দাবি করেছেন তিনি।