তাঁর কাছে অভিনয় অনেকটা রান্নার মতোই

১৯৭৬ সালে বিহারের একটি ছোট গ্রামে তাঁর জন্ম। তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘বরেলি কি বরফি’, ‘লুকা চুপি’, ‘নিউটন’, ‘মিমি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’ ও ‘মির্জাপুর’-এর কথাই বাদ যাবে কেন। আজ ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। জন্মদিনে এই অভিনেতা সম্পর্কে জেনে নিই আরও কিছু তথ্য—
১ / ১০
ভারতের বিহারের এক হতদরিদ্র কৃষক পরিবারের ছেলে তিনি
ছবি : সংগৃহীত
২ / ১০
পূজা–পার্বণের সময় পাড়াগাঁয়ের থিয়েটারে মেয়ে সাজতেন। সেটাই ছিল তাঁর শৈশবের আনন্দ
ছবি : সংগৃহীত
৩ / ১০
তাঁর বাড়িতে কোনো টেলিভিশনও ছিল না
ছবি : সংগৃহীত
৪ / ১০
স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ভারতের গোপালগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে পাটনায় আসেন। এর আগে তিনি কখনোই নিজে কিছু রান্না করেননি। তার পর থেকে এক বছর তিনি কেবল খিচুড়ি রান্না করে খেয়েছেন। হাতের কাছে যা পেতেন—ডিম, পালংশাক, গাজর, মাংস, চাল, ডাল, বেঁচে যাওয়া তরকারি—সবকিছু মিলিয়ে তিনি খিচুড়ি রান্না করতেন। প্রতিদিন রাতে পেট ভরে খিচুড়ি খেয়ে ঘুমাতেন। এভাবেই তিনি নানা ধরনের খিচুড়ি রান্নায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন
ছবি : সংগৃহীত
৫ / ১০
তাঁর পছন্দের খাবার কুমড়ার পাতা দিয়ে তৈরি একধরনের আচার। সেটা বানাতে হয় রসুন ও কাঁচা মরিচ দিয়ে
ছবি : সংগৃহীত
৬ / ১০
মুম্বাইয়ে আসেন ২০০৪ সালে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন অভিনয়ে সুযোগের আশায়
ছবি : সংগৃহীত
৭ / ১০
এমনও দিন গেছে, পরিচালকের গাড়ি পার্কিং লটে সারা দিন অপেক্ষা করেছেন
ছবি : সংগৃহীত
৮ / ১০
২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে কিছুই উপার্জন করেননি। এই সময় তাঁর স্ত্রী টিউশন করে বাড়ির খরচ বহন করতেন
ছবি : সংগৃহীত
৯ / ১০
‘নিউটন’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় বলিউডের বড় চলচ্চিত্র সমালোচকদের মন জয় করে নিয়েছিল। তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল এই ছবি
ছবি : সংগৃহীত
১০ / ১০
পঙ্কজ অভিনেতা হওয়ার আগে হোটেলে কাজ করেছেন। তাঁর কাছে অভিনয় অনেকটা রান্নার মতোই। রান্নার গুরুত্বপূর্ণ বিষয় হলো লবণের মাত্রা। যেন কাঁচা কাঁচা থেকে না যায়। যেন বেশি রান্না হয়ে না যায়। অভিনয়ের ক্ষেত্রেও সেই লবণ হলো আবেগ। অভিনয়ে আবেগটা ঠিকঠাক রাখতে হয়
ছবি : সংগৃহীত