সমালোচকদের মতে ‘আর্টিকেল ৩৭০’ বিজেপির রণকৌশল...

‘আর্টিকেল ৩৭০’ছবি : এক্স থেকে

রসকষহীন গল্প। তবে আছে টান টান উত্তেজনা। নেই কোনো গ্ল্যামারাস নায়ক-নায়িকা। আছে দুই অভিনেত্রীর তুখোড় অভিনয়। নাচ, গান, বিনোদন, রোমান্স কিছুই নেই। তবে আছে দেশভক্তি, রাজনৈতিক মারপ্যাঁচ, রোমাঞ্চকর অ্যাকশন আর সবার কাশ্মীরকেন্দ্রিক গল্প। সব মিলিয়ে ‘আর্টিকেল ৩৭০’ দর্শকের মন জয় করছে। শুধু তা–ই নয়, ইয়ামি গৌতম ও প্রিয়ামণি অভিনীত ছবিটি শহীদ কাপুর অভিনীত সিনেমাকেও টক্কর দিচ্ছে।

আদিত্য সুহাস পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। ছবিটিতে আরও আছেন দক্ষিণি তারকা প্রিয়মণি। ছবি: এএফপি

আদিত্য ধর প্রযোজিত ‘আর্টিকেল ৩৭০’ ছবির ট্রেলার মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছিল। কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ রদ করার মতো ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্তকে এই ছবির মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে। তবে সমালোচকদের মতে, এই ছবির নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি। লোকসভা নির্বাচনের আগে ‘আর্টিকেল ৩৭০’ মুক্তি দেওয়া বিজেপির এক রণকৌশল। গত লোকসভা নির্বাচনের আগেই মুক্তি পেয়েছিল ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিটি। তাই বিরোধীদের মতে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি আদতে ‘মোদিগাথা’।

গত শুক্রবার ‘আর্টিকেল ৩৭০’ দুই হাজার পর্দায় মুক্তি পেয়েছিল। বাণিজ্যিক বিশ্লেষকেরা ধারণা করেছিলেন যে ছবিটি মুক্তির প্রথম দিন দুই থেকে আড়াই কোটি আয় করবে। কিন্তু তাঁদের সব হিসাব–নিকাশ উল্টে দিয়েছে ইয়ামি অভিনীত এ ছবি। দর্শকের পাশাপাশি চিত্রসমালোচকদেরও মন জয় করেছে এ ছবি। মুক্তির প্রথম দিনই রীতিমতো ছক্কা হাঁকিয়েছে ইয়ামি-প্রিয়ামণির যুগলবন্দী।

‘আর্টিকেল ৩৭০’ সিনেমার একটি দৃশ্য। আইএমডিবি

শুক্রবার ‘সিনেমা লাভার্স ডে’র সুযোগ নিয়ে লাভবান হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। এদিন সিনেমাপ্রেমীদের জন্য টিকিটের দাম রাখা হয়েছিল মাত্র ৯৯ টাকা। তার পুরোপুরি ফায়দা উঠিয়েছেন নির্মাতারা। ছবিটি মুক্তির প্রথম দিন ৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। শনিবার টিকিটের দাম স্বাভাবিক থাকা সত্ত্বেও ইয়ামির এই ছবি বক্স অফিসে ৩৫ শতাংশ লাফ দিয়েছে। মুক্তির দ্বিতীয় দিন ছবিটির আয় ৯ কোটি ৫০ লাখ। তৃতীয় দিনে নির্মাতাদের ভাঁড়ারে আরও বেশি টাকা যোগ হয়েছে। রোববার ‘আর্টিকেল ৩৭০’ প্রায় ১১ কোটি রুপি আয় করেছে। তার মানে সপ্তাহান্তে ছবিটির মোট আয় ২৬ কোটি রুপির কাছাকাছি।

ইয়ামি অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ মুক্তির আগে সিনেমা হলে রাজত্ব করছিল শহীদ কাপুর অভিনীত ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিটি। শহীদ ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি মুক্তির প্রথম সপ্তাহান্তে ২৬ কোটি ৫২ লাখ রুপির মতো আয় করেছিল। আয়ের দিক থেকে ইয়ামির ছবিটি এখন শহীদের ছবির ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। বক্স অফিসের অঙ্কের দিক থেকে দুটো ছবির আয় প্রায় সমান। চলতি বছর হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ ছবির পর এই দুই ছবি বক্স অফিসে ভালো সাফল্য পাচ্ছে।

‘আর্টিকেল ৩৭০’ ছবিটি পরিচালনা করেছেন আদিত্য জাম্ভালে। ইয়ামির স্বামী আদিত্য ধর এই ছবির অন্যতম প্রযোজক। আদিত্য ধর এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’–এর মতো ছবি পরিচালনা করেছেন। ছবিটির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ছবিটির মূল চরিত্রে ছিলেন ভিকি কৌশল ও ইয়ামি গৌতম।