নেটফ্লিক্সের সেট থেকে চুরি করা শাড়ি বান্ধবীর বিয়েতে পরেছিলেন সানিয়া

১০ হাজার রুপি নিয়ে মুম্বাই শহরে এসেছিলেন তিনি। সেই অভিনেত্রী এখন আলোচিত নিজের যোগ্যতায়। ‘দঙ্গল’ দিয়ে শুরু। এরপর ওটিটি ও বড় পর্দার একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে সানিয়া মালহোত্রাকে। বাণিজ্যিক, শৈল্পিক ঘরানার সিনেমার নিয়মিত অভিনেত্রী তিনি। আজ এ অভিনেত্রীর জন্মদিন। এই দিনে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত কিছু ছবি দেখার পাশাপাশি জেনে নিই তাঁর সম্পর্কে জানা–অজানা নানা তথ্য।

১ / ১১
অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ সানিয়া। কিন্তু অভিনয়জগতে আসার পথ সুগম ছিল না
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
সানিয়া জানান, আত্মবিশ্বাসের ওপর ভর করেই বলিউডে পা রেখেছিলেন তিনি। কিন্তু মুম্বাইয়ে গিয়েই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। কোনো রকম মেকআপ ছাড়াই অডিশনে যেতেন তিনি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
একবার কাস্টিং ডিরেক্টর তাঁকে বলেছিলেন, অস্ত্রোপচার করে চোয়াল ঠিক করতে হবে, তবেই ছবিতে সুযোগ পাবেন তিনি। এ কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী! এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন তাঁরা এ ধরনের কথাবার্তা আর বলেন না
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
আরও অনেকের মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন,সম্বল বলতে ছিল মোটে ১০ হাজার রুপি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
শুরুতে ইয়োগা শেখাতেন সানিয়া, ধীরে ধীরে শুরু করেন অডিশন। আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিটি দিয়ে ব্যাপক পরিচিতি পান সানিয়া
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
এরপর ‘ফটোগ্রাফ’, ‘লুডো’, ‘শকুন্তলা দেবী’, ‘পাগলায়িত’, ‘লাভ হোস্টেল’, ‘কাঁঠাল’ ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
এ ছাড়া ‘জওয়ান’, ‘বেবি জন’-এর মতো পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায়ও দেখা গেছে সানিয়াকে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
সব ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতার জন্য নির্মাতাদের প্রিয় পাত্রী তিনি। সানির নতুন ছবি ‘মিসেস’ মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি, বহুল প্রশংসিত মালয়ালম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর হিন্দি রিমেক এটি
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
১০ হাজার রুপি নিয়ে মুম্বাইয়ে আসা সানিয়া এখন প্রতি ছবিতে এক কোটি রুপি পারিশ্রমিক নেন
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
এক সাক্ষাৎকারে ২০২১-এর এক স্মৃতিচারণা করে সানিয়া বলেন, ‘লকডাউনের পরপরই “মীনাক্ষী সুন্দরেশ্বর” ছবির শুটিং শুরু করেছিলাম। দীর্ঘদিন পর সেটে ফিরতে পেরে আর ক্যামেরার সামনে আবার দাঁড়াতে পেরে আমি দারুণ খুশি ছিলাম। আর সবচেয়ে দারুণ লেগেছিল নিজেকে ‘মীনাক্ষী’ রূপে দেখতে। নিজেকে রোজ মীনাক্ষীর মতো সাজে সাজিয়ে তুলতে আমার দারুণ ভালো লাগত।’
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
‘দঙ্গল’–কন্যা আরও বলেন, ‘এই ছবির জন্য আমি রোজ সেটে নানান ধরনের সুন্দর সুন্দর শাড়ি পরতাম। আর শাড়িগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল। আজও সেই শাড়িগুলো আমার কাছেই আছে। আসলে শাড়িগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি সেগুলো সেট থেকে চুরি করে নিয়েছিলাম। হ্যালো নেটফ্লিক্স! আপনাদের সেট থেকে চুরি করা একটা শাড়ি আমি আমার বান্ধবীর বিয়েতে পরেছিলাম (সশব্দে হেসে)।’
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে