সহজে ভয় পান না রাশি
‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে রাশি খান্নাকে শেষ বড় পর্দায় দেখা গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর আরেকটি ছবি। পিরিয়ড ভৌতিক অ্যাকশন কমেডি ‘অগথিয়া’র গুরুত্বপূর্ণ চরিত্রে রাশিকে দেখা গেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ‘অগথিয়া’র মতো ভিন্ন স্বাদের ছবি বেছে নেওয়ার কারণ।
রাশি বলেন, ‘ভৌতিক ঘরানা খুব পছন্দ করি। আমি সহজে ভয় পাই না। আমার কাছে ভৌতিক মানে যা আমাকে ভয় পাওয়াবে। ‘অগথিয়া’ করতে রাজি হয়েছি কারণ, ছবিতে হরর ফ্যান্টাসি আছে আবার থ্রিলারও আছে। আমার মনে হয় না যে এ ধরনের ঘরানা আমরা বেশি অন্বেষণ করেছি।’
অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে সিজিআইয়ের (কম্পিউটার জেনারেটেড ইমেজারি) ব্যবহার রয়েছে। মার্ভেল ডিজনির জন্য কাজ করেছেন, এমন একজন এ ছবির জন্য কাজ করেছেন।
রাশির ভাষ্যে, ‘ছবিতে অনেক উপাদান আছে, যার জন্য ছবিটি করব বলে সাইন করেছিলাম। এ ছবির প্রতিটা চরিত্র গুরুত্বপূর্ণ। ছবিতে হরর ছাড়া একটু কমেডি আছে। আর আবেগ এবং নানান স্তর আছে। আমি এ ধরনের ছবি আগে করিনি, তাই এ ছবিতে কাজ করতে আরও বেশি উৎসাহিত ছিলাম। ভেবেছিলাম যে নানান ঘরানার ছবিতে কাজ করেছি, এবার এই ঘরানারও স্বাদ নিয়ে দেখি একবার। সত্যি বলতে, আমি খুব মজাও পেয়েছি।’
ছবিটি করতে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রাশি বলেন, ‘দেখুন, আমার তো কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। আর আগেও আমি তামিল ছবিতে কাজ করেছি। তাই কখনো বহিরাগত বলেও অনুভূত হয়নি। আমি যখন তামিল ছবিতে অভিনয় করি, তখন মনে হয় আমি এখানকারই। আবার যখন হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করি, তখন ওখানকার হয়ে যাই।
তবে আমার জন্য চ্যালেঞ্জ ছিল ভয় পাওয়া। আগেই বলেছি, কেউ সহজে আমায় ভয় পাওয়াতে পারবে না। আর বাস্তবে যখন এ রকম কিছু ঘটে না, তখন সবকিছু কল্পনা করে ভয় পাওয়া সত্যি মুশকিলের।’
তামিল, তেলেগু, হিন্দিসহ নানান ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রাশি। বলিউড আর দক্ষিণের তফাত প্রসঙ্গে বলেন, ‘দুটি ইন্ডাস্ট্রির মধ্যে ভাষাগত তফাত ছাড়া আর কিছু আমার নজরে পড়েনি। দুটি ইন্ডাস্ট্রি ভালো ছবি নির্মাণ করতে চায়।’