চিরঞ্জীবী-রামচরণের ৩০ কোটির বাড়িতে যা যা আছে
তারকাদের ব্যক্তিজীবন ও জীবনযাত্রা নিয়ে ভীষণ আগ্রহ ভক্তদের। তাঁরা কোথায় থাকেন, কোন ব্র্যান্ডের জামা পরেন—এসব নিয়ে ইন্টারনেটে প্রচুর ঘাঁটেন ভক্তরা। এমনকি তাঁদের অন্দরমহল কেমন, তার প্রতিও আগ্রহ রয়েছে ভক্তদের। এবার তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর বাসভবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পিঙ্কভিলা। যেখানে উঠে এসেছে এ তারকার পারিবারিক আভিজাত্য ও রুচি।
হায়দরাবাদে কয়েকটি বাড়ি থাকলেও সেখানকার অভিজাত এলাকা জুবিলি হিলসে ৩০ কোটি রুপি মূল্যের বাংলো বাড়িতে পুরো পরিবার নিয়ে থাকেন চিরঞ্জীবী। সাদা রঙের বাড়িটি শুধু দৃষ্টিনন্দনই নয়, তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে দারুণভাবে সাজানো।
আধুনিকতার সঙ্গে সবুজের ছোঁয়া
বাড়িটি বাইরে থেকে খুব আধুনিক ও দৃষ্টিনন্দন। তবে এটিকে শুধু সাধারণ কংক্রিটের দালান ভাবলে ভুল হবে, চিরঞ্জীবী বাড়ির চারপাশে প্রচুর গাছপালা রেখেছেন। বাড়ির সামনে খোলা বারান্দা, দুই পাশে সারি সারি গাছ, আবার কিছু জায়গায় কাঠের কাজ করা হয়েছে, যা বাড়িটিতে প্রকৃতির ছোঁয়া এনে দেয়।
পুরোনো দিনের আবহ
বাড়ির ভেতরে ঢুকলেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো ক্রিম রঙের দেয়াল, যা পুরো ঘরে একধরনের শান্ত পরিবেশ তৈরি করে। বসার ঘর বেশ বড়, আলাদা আলাদা ভাগ করা। তাই হালকা রঙের দেয়ালে ঘরটিকে আরও বড় আর খোলামেলা মনে হয়। এই বাড়ির অন্যতম বিশেষত্ব হলো পুরোনো দিনের শিল্পকর্ম—বড় বড় পুরোনো কাপড়, ছবি আঁকার ক্যানভাস আর দেব-দেবীর মূর্তি দিয়ে সাজানো।
কাঠের সাজে ঐতিহ্যের ছোঁয়া
চিরঞ্জীবীর বাড়িতে একসঙ্গে আধুনিক আর পুরোনো দিনের সাজের অপূর্ব মিশেল রয়েছে। পুরোনো স্টাইলে কাঠের জানালা, সিঁড়ির রেলিং, দরজা আর আসবাবের কাঠের কাজ খুবই চোখে পড়ে। ঘরের কোনায় কোনায় পিতলের পাত্রে গাছ রাখা হয়েছে, যা বাড়িতে একধরনের ঐতিহ্যের আমেজ এনে দেয়। দেয়ালের নিচের দিকে লম্বা কাঠের প্যানেল লাগানো, যা ঘরটাকে আরও নান্দনিক করে তোলে।
আলোকসজ্জায় আধুনিকতা
বাড়ির আয়তন বড় হওয়ায় প্রচুর আলো থাকে। কোথাও ফলস সিলিংয়ে বসানো উষ্ণ আলো, কোথাও আবার ভিনটেজ ঝাড়বাতি—এই বৈচিত্র্যময় আলোকসজ্জা বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়। বাড়ির বিভিন্ন অংশে পুরোনো ধাঁচের ল্যাম্পও রয়েছে, যা বাড়িতে একধরনের পুরোনো দিনের আমেজ এনে দেয়।
পুরস্কার প্রদর্শনের জন্য আলাদা দেয়াল
চিরঞ্জীবী সিনেমায় কাজ করে দেশ-বিদেশের অনেক পুরস্কার পেয়েছেন। শুধু তিনিই নন, তাঁর ছেলে রামচরণসহ পরিবারের আরও অনেকে বড় অবদান রেখেছেন। এসব পুরস্কার সুন্দর করে দেখানোর জন্য বাড়িতে আলাদা একটি দেয়াল করা হয়েছে, যেখানে সব ট্রফি ও সম্মাননাগুলো সাজানো আছে।
আধুনিক স্টাইলের রান্নাঘর
বাড়ির সবচেয়ে ব্যস্ত জায়গা হলো রান্নাঘর। এটি আধুনিকভাবে সাজানো, যেখানে তিনটি আলাদা জায়গায় একসঙ্গে কাজ করা যায়। রান্নার টেবিলগুলো সাদা মার্বেল দিয়ে তৈরি আর দেয়াল ও আলমারিগুলো সাদা আর সোনালি রঙে সাজানো।