default-image

পল্লবী বলেন, ‘আমি মাঝেমধ্যে নিজেকে নানা ধরনের চরিত্রে কল্পনা করি। কোনো ছবি দেখার সময় মনে হয়, ইশ্, এই চরিত্রটা আমি যদি করতে পারতাম।’ নিজের অভিনীত প্রিয় চরিত্রের প্রসঙ্গ টেনে এই দক্ষিণি রূপসী বলেছেন, ‘তামিল ছবি শ্যাম সিংঘ রায়-এ অভিনয় করার পর দারুণ অনুভূতি হয়েছিল। আমি চেয়েছিলাম ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয় করতে। এই ছবির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হয়েছে। সব সময় নতুন নতুন চরিত্রের সন্ধানে থাকি।’

default-image

বলিউড ছবি দেখতে ভালোবাসেন সাই পল্লবী। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের ছবি তিনি পছন্দ করেন। এই দক্ষিণি অভিনেত্রী বলেছেন, ‘দীপিকা আমাকে খুবই অনুপ্রাণিত করেন। তাঁর প্রায় সব চরিত্র আমার ভীষণ প্রিয়। আগামী দিনে দীপিকার “রানি পদ্মাবতী”, “মাস্তানি”র মতো চরিত্রে অভিনয় করতে চাই।’

সাই পল্লবী এমন একজন অভিনেত্রী, যিনি রুপালি পর্দাতে অভিনয়ের সময় প্রসাধন নেন না। প্রসাধন করতে মোটেও পছন্দ করেন না। তিনি এর মধ্যেই একাধিক তামিল, তেলেগু, মালয়ালম হিট ছবি উপহার দিয়েছেন। গার্গির আগে তাঁর অভিনীত রোমান্টিক অ্যাকশন-ড্রামাভিত্তিক ছবি বিরাট পর্ভম মুক্তি পেয়েছিল। এই ছবিতে রানা দুর্গাবাতির সঙ্গে তাঁকে দেখা গেছে।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন