বিজয় ৩৫, অনন্যা ৩ কোটি, মাইক টাইসন কত নিলেন?

দক্ষিণি সুপারস্টার বিজয় দেবারেকোন্ডার ‘লাইগার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে। এদিকে বলিউড নায়িকা অনন্যা পান্ডে এ ছবির মাধ্যমে দক্ষিণি ছবির জগতে পা রাখতে চলেছেন। এই স্পোর্টস অ্যাকশনধর্মী ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে বিশ্বের খ্যাতনামা বক্সার মাইক টাইসনকে। ২৫ আগস্ট ছবিটি হলে মুক্তি পাবে।

পুরি জগন্নাথ পরিচালিত এ প্যান ইন্ডিয়া ছবি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। বিজয়, অনন্যা ‘লাইগার’ ছবির প্রচার করছেন। এই জুটি আসমুদ্রহিমাচল দাপিয়ে বেড়াচ্ছেন। শোনা যাচ্ছে, ‘লাইগার’ ছবির অগ্রিম বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত তেলেগু বলয়ে সবচেয়ে ভালো প্রতিক্রিয়া পেয়েছে এ ছবি। তেলেগু ভাষায় ৩ দশমিক ৬৬ কোটি রুপির বুকিং হয়ে গেছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৯ হাজার ৯৩৮টি টিকিট বিক্রি হয়েছে। অবশ্য হিন্দিভাষী রাজ্যগুলোয় এত প্রচারণার পরও সেভাবে সাড়া পায়নি ‘লাইগার’।

হিন্দি বলয়ে এখন পর্যন্ত ৩৫ লাখ অগ্রিম বুকিং হয়েছে। তাই ‘লাইগার’ ছবির নির্মাতারা একটু হতাশ। এ তো গেল ছবি মুক্তির আগে বক্স অফিসের কিছুটা চিত্র; এবার জেনে নেওয়া যাক ‘লাইগার’ ছবির জন্য বিজয় দেবারেকোন্ডা, অনন্যা পান্ডে, রণিত রায়, রাম্যায়া, মাইক টাইসনসহ বাকি অভিনয়শিল্পীরা কত পেলেন।

মাইক টাইসন, অনন্যা পান্ডে এবং বিজয় দেবারেকোন্ডা

বিজয় দেবারেকোন্ডা
‘অর্জুন রেড্ডি’ ছবির চূড়ান্ত সফলতার পর বিজয় দেবারেকোন্ডার পারিশ্রমিক রাতারাতি অনেকটাই বেড়ে গিয়েছিল। জানা গেছে, ‘লাইগার’ ছবির জন্য বড় পারিশ্রমিক নিয়েছেন এই দক্ষিণি তারকা। তাঁর পকেটে ৩৫ কোটি রুপি গেছে।

অনন্যা পান্ডে
ছবি : ইনস্টাগ্রাম

অনন্যা পান্ডে
বলিউডের উড়তি নায়িকাদের মধ্যে একজন অনন্যা পান্ডে। তবে ইতিমধ্যে তাঁর ফ্যান, ফলোয়ারসের সংখ্যা বেশ নজরকাড়ার মতো। ‘লাইগার’ অনন্যার ক্যারিয়ারের পঞ্চম ছবি। এর মধ্যে তাঁর অভিনীত দুটি ছবি বড় পর্দায়, আর বাকি দুটি ছবি ওটিটিতে মুক্তি পেয়েছিল। জানা গেছে, ‘লাইগার’ ছবির অনন্যা নিয়েছেন ৩ কোটি রুপি।

রণিত রায়
রণিত রায় বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন। তিনি তাঁর অভিনয়গুণে দর্শকের মন জয় করে নেন। ‘লাইগার’ ছবিতে তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। জানা গেছে, রণিত এই ছবির জন্য ১ দশমিক ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

রাম্যায়া কৃষ্ণণ
দক্ষিণের দাপুটে অভিনেত্রীদের মধ্যে রাম্যায়া কৃষ্ণণের নাম অনায়াসে উঠে আসে। এর আগে তাঁকে বেশ কিছু বলিউড ছবিতে দেখা গেছে। তবে ‘বাহুবলী’ ছবিতে ‘শিবগামী’-র চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। ‘লাইগার’ ছবিতেও তাঁকে এক প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছবিতে তিনি বিজয় দেবারেকোন্ডার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। রাম্যায়া এ ছবির জন্য ১ কোটি রুপি দাবি করেছিলেন।
আলী
দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা আলী ‘লাইগার’ ছবির জন্য ৮৫ লাখ রুপি নিয়েছেন।

বিশু রেড্ডি
অভিনেতা বিশু রেড্ডিকে ‘লাইগার’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তাঁর পকেটে গেছে ৬০ লাখ রুপি।
মকরন্দ দেশপান্ডে
অভিনেতা মকরন্দ দেশপান্ডে ‘লাইগার’ ছবির জন্য ৪০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন।

মাইক টাইসন
ফাইল ছবি

মাইক টাইসন
খ্যাতনামা বক্সার মাইক টাইসনকে ‘লাইগার’ ছবিতে বক্সিং করতে দেখা যাবে। তবে তিনি ক্যামিও হিসেবে কত নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন
আরও পড়ুন