এবার ক্যাটরিনার ভুয়া ছবি ভাইরাল, শাস্তির দাবি অনুরাগীদের

‘টাইগার ৩’ সিনেমার দৃশ্যে ক্যাটরিনা কাইফছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ভুয়া ভিডিও ছড়ানোর পর এবার ক্যাটরিনা কাইফেরও একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘টাইগার ৩’ সিনেমার ট্রেলারের দৃশ্য থেকে ক্যাটরিনার ছবি নিয়ে তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিকৃত করেছে সাইবার অপরাধীরা।

‘টাইগার ৩’ সিনেমার দৃশ্যে ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম

যারা ছবিটি বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ক্যাটরিনার অনুরাগীরা। রাশমিকার ভুয়া ভিডিও ছড়ানোর পর অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন বিগ বি। এক্সে (টুইটার) অমিতাভ লিখেছেন, ‘বিষয়টা খুবই গুরুতর এবং এটা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

ক্যাটরিনার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এটা আমাদের জন্য লজ্জার, এটা শাস্তিযোগ্য অপরাধ।’ আরেকজন লিখেছেন, ‘এটা অবশ্যই থামানো উচিত।’

কারও ছবি কিংবা ভিডিও বিকৃত করে প্রচার করলে ভারতীয় আইনে শাস্তির কথা রয়েছে। দেশটির ইলেকট্রনিকস অ্যান্ড আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক্সে লিখেছেন, ‘নরেন্দ্র মোদি সরকার ডিজিটাল মাধ্যমকে নিরাপদ রাখতে বদ্ধ পরিকর।’

আরও পড়ুন