অভিনয় থেকে বিরতি নিয়ে কি রাজনীতিতে নামবেন এই দক্ষিণি তারকা

থালাপতি বিজয়
ইনস্টাগ্রাম

দারুণ ফর্মে আছেন তিনি। নতুন সিনেমা মুক্তি পাওয়ামাত্রই দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক, দিনকয়েকের মধ্যেই বক্স অফিস থেকে কামিয়ে নেয় ১০০ কোটি রুপি। তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেলেই যেন নেটিজেনদের ঘুম হারাম হয়ে যায়। সেই থালাপতি বিজয়ই কিনা অভিনয় থেকে বিরতিতে যাবেন? না, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিজয়। তবে তাঁর সাম্প্রতিক নানা কার্যক্রম ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর ধরে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা।

বেশ কয়েক মাস ধরেই থালাপতি বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু গত মাসে চেন্নাইতে এক অনুষ্ঠানে বিজয়ের দেওয়া বক্তব্যের পর তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানটিতে বিজয় বলেছিলেন, তামিলনাড়ুকে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে। ওই তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেক ভক্তই প্রিয় অভিনেতার বক্তব্যকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

বিভিন্ন সূত্র, পিংকভিলাকে জানিয়েছেন, ‘থালাপতি ৬৮’ ছবিটির পরই অভিনয় থেকে বিরতি নেবেন বিজয়।

থালাপতি বিজয়
ইনস্টাগ্রাম

তাঁর লক্ষ্য ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া। তবে এ বিষয়ে অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজয় এখন ব্যস্ত লোকেশ কঙ্গরাজের ‘লিও’ সিনেমা নিয়ে। বহুল প্রতীক্ষিত ছবিটির মুক্তি পাওয়া ফার্স্ট লুক ও গান আলোচিত হয়েছে। এ ছবিটির কাজ শেষেই বিজয় শুরু করবেন তাঁর পরের সিনেমার কাজ।

থালাপতি বিজয়
ইনস্টাগ্রাম