বলিউড তারকাদের যত কুসংস্কার

কেউ বিশ্বাস করেন সংখ্যাতত্ত্বে, কেউ আবার নিজের বিশেষ ধরনের ‘নিয়ম’-এ। তবে সে যা–ই হোক, ব্যাপারটি শেষমেশ কুসংস্কারই। নানা ধরনের বিচিত্র সব কুসংস্কারে বিশ্বাস করেন খোদ বলিউড তারকারাই। যেনতেন কেউ নন, এ তালিকায় আছেন শাহরুখ খান, সালমান খানদের মতো তারকাও। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে ছবিতে ছবিতে দেখে জেনে নেওয়া যাক কয়েকজন বলিউড তারকার কুসংস্কার সম্পর্কে
সালমান খানের ছবি দেখেছেন আর তাঁর হাতের ব্রেসলেটটি দেখেননি, তা হতেই পারে না। সালমানের শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে ব্রেসলেটটি। অভিনেতা বিশ্বাস করেন, এটা তাঁর সৌভাগ্যের প্রতীক। একবার পার্টিতে প্রিয় ব্রেসলেটটি হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন অভিনেতা, পরে অবশ্য তা খুঁজে পাওয়া যায়। একবার গোবিন্দকেও একটি ব্রেসলেট উপহার দিয়েছিলেন সালমান, উপহারটি যে তাঁর ক্যারিয়ার চাঙা করতেই দিয়েছিলেন, তা বলাই বাহুল্য
এএনআই
‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে পরিচিত আমির খানও একটি বিশেষ নিয়ম মেনে চলেন। এ নিয়মের ব্যত্যয় হলেই অসন্তুষ্ট হন। নিয়মটি হলো, সব সময়ই তিনি নিজের সিনেমা ডিসেম্বরে বিশেষ করে বড়দিনের উৎসবে মুক্তি দিতে চান। তিনি বিশ্বাস করেন, এ সময় মুক্তি পেলে তাঁর সিনেমা সাফল্য পাবে। সে কারণেই ‘তারে জামিন পার’, ‘গজিনি’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমাগুলো ডিসেম্বরে মুক্তি পায়। গত বছর অবশ্য এ নিয়মের ব্যতিক্রম ঘটেছে। তাঁর সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ আগস্টে মুক্তির পর ডাহা ফ্লপ করেছে। আমির খান কি তাহলে ডিসেম্বরে মুক্তি না দেওয়ার আফসোসে পুড়ছেন?
আইএমডিবি থেকে নেওয়া
কুসংস্কারে বিশ্বাসীদের তালিকায় আছেন শাহরুখ খানও। অভিনেতার ভক্ত-অনুসারী মাত্রই জানেন তিনি ‘৫৫৫’ সংখ্যা কতটা পছন্দ করেন। তাঁর গাড়িতে একাধিক পাঁচ থাকবেই। ব্যতিক্রম নয় ‘পাঠান’-এর সাফল্যের পর নতুন কেনা রোলস রয়েলস গাড়িটিও। ১০ কোটি রুপি মূল্যের গাড়িটিতেও একাধিক পাঁচের উপস্থিতি আছে
আইএমডিবি থেকে নেওয়া
আরও পড়ুন
শুটিং সেটে পড়ে গেলে কেউ খুশি হয়, এমনটা শুনেছেন? ব্যতিক্রম সোনম কাপুর। এ বলিউড অভিনেত্রী বিশ্বাস করেন, শুটিং সেটে যদি তিনি পড়ে যান, তবে সে ছবি হিট হবেই হবে
ইনস্টাগ্রাম
বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী পারতপক্ষে নিজের ছবির মহরতে হাজির থাকতে চান না। এমনকি ছবির শুটিং শুরুর দিনে নিজের কোনো দৃশ্যের শুটিংও রাখেন না। কারণ, তিনি বিশ্বাস করেন ছবির মহরতে থাকলে বা প্রথম দিন শুটিং করলে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হতে পারে!
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি