আলো ঝলমলে জীবন, করুণ পরিণতি

নাফিসা জোসেফ। ইনস্টাগ্রাম থেকে

১৯৯৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছিলেন নাফিসা জোসেফ। অল্প বয়সেই মডেলিংয়ে খ্যাতি পান, ছিলেন এমটিভির জনপ্রিয় ভিজে। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে 'তাল' ছবিতেও কাজ করেন। পশুপ্রেমী নাফিসা ২০০৪ সালে মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করেন। ব্যবসায়ী গৌতম খন্ডুজার সঙ্গে তার বিয়ের কথা ছিল। খন্ডুজার বিবাহিত পরিচয় ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগের কারণে তিনি হতাশ হয়ে পড়েন। তার অকালমৃত্যু বলিউডকে স্তম্ভিত করে দেয়।