দক্ষিণি সিনেমায় আবার বিতর্ক, ক্ষমা চাইবেন না কমল হাসান
কন্নড় ভাষা বিতর্কে জড়িয়ে পড়েছেন দক্ষিণি তারকা কমল হাসান। তাঁর আসন্ন ছবি ‘থাগ লাইফ’ বর্জনের জন্য সরব হয়েছে কর্ণাটকের বেশ কিছু গোষ্ঠী। ‘কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স’-এর (কেএফসিসি) পক্ষ থেকে কমল হাসানের থেকে ক্ষমা চাওয়ার জন্য দাবি তোলা হয়েছে। কিন্তু কমল হাসান ক্ষমা চাইতে অস্বীকার করেছেন।
কন্নড় ভাষাকে ঘিরে কমল হাসানের এক মন্তব্যকে কেন্দ্র করে জোর বিবাদ শুরু হয়েছে। চেন্নাইতে আয়োজিত ‘থাগ লাইফ’ ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা বলেছিলেন, কন্নড় ভাষার জন্ম তামিল থেকে হয়েছে। এর পর থেকে কমলের এ মন্তব্যকে ঘিরে বিতর্ক তুঙ্গে।
কেএফসিসির দাবি যে কমল হাসান তাঁর এই মন্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তাহলে তারা ‘থাগ লাইফ’ ছবির উপর নিষেধাজ্ঞা জারি করবে।
কমলের এ মন্তব্যকে কেন্দ্র করে কর্ণাটকের কিছু রাজ্যে বিক্ষোভ হয়েছে। কিন্তু কমল হাসান আবার ক্ষমা চাইতে পুরোপুরি অস্বীকার করেছেন। আর কর্ণাটকের প্রতি তাঁর ভালোবাসা খাঁটি বলে কমল জানিয়েছেন। অভিনেতার দাবি যে তাঁর মন্তব্যের কারণে বেশ কিছু কন্নড়পন্থী সংগঠন তাঁকে ক্ষমা চাইতে বলেছে, আর তাঁর ‘থাগস লাইফ’ ছবি ‘নিষিদ্ধ’ করার হুমকি দিয়েছে। কমল হাসান স্পষ্ট জানিয়েছেন যে এসব নতুন কিছু নয়, আর এর আগেও তিনি এ ধরনের হুমকি পেয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক দেশ। আইন এবং ন্যায়ের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর কেরালার প্রতি আমার ভালোবাসা খাঁটি। যাঁদের কোনো উদ্দেশ্য আছে, তাঁরা ব্যতীত আর কেউ আমাকে এ বিষয়ে সন্দেহ করবেন না বলে আমি নিশ্চিত। আমি এর আগে অনেকবার হুমকি পেয়েছি। আমি যদি ভুল বলে থাকি, তাহলে নিশ্চয় আমি ক্ষমা চাইব। কিন্তু ভুল না বললে ক্ষমা আমার চাওয়ার কোনো প্রশ্ন-ই নেই।’
মণিরত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ ছবিটি ৫ জুন মুক্তি পাবে। এই ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।