ক্যানসার আক্রান্ত দীপিকা কক্করের জন্য প্রার্থনা করতে বললেন স্বামী

দীপিকা ও শোয়েব। শোয়েবের ইনস্টাগ্রাম থেকে

দিন কয়েক আগেই ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। এবার তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে স্ত্রীর জন্য ভক্ত-অনুসারীদের প্রার্থনা করতে বললেন।
দীপিকা কক্কর জানিয়েছেন, তিনি দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত। ইনস্টাগ্রামে লেখা নোটে দীপিকা গত কয়েক সপ্তাহের কঠিন পরিস্থিতি নিয়ে সবিস্তার জানিয়েছিলেন।

স্ত্রীর জন্য প্রার্থনা করার অনুরোধ করে শোয়েব লিখেছেন, ‘দীপিকার অস্ত্রোপচার হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলবে। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন। সবার প্রার্থনার দরকার তার।’

তবে দীপিকার স্বামী জানান, স্বস্তির খবর একটাই, ক্যানসার রয়েছে শুধু ওই একটি টিউমার অংশেই। শরীরের অন্যত্র কোথাও ছড়ায়নি।

দীপিকা কক্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রীর ছেলের বয়স এখনো এক বছরও হয়নি। সে কথা জানিয়ে সবাইকে তাঁদের পরিবারের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন শোয়েব।

এর আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে দীপিকা লিখেছিলেন, সব রকম ইতিবাচকতা দিয়ে তিনি ‘লড়াই’ করতে প্রস্তুত। ‘আমার পুরো পরিবার আমার পাশে রয়েছে। আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তা আমরা যাত্রাকে আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’ লিখেছেন দীপিকা।

আরও পড়ুন