কঙ্গনার চড়ের নেপথ্যে

কঙ্গনা রনৌতইনস্টাগ্রাম থেকে

‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায় সহ-অভিনেতাকে থাপ্পড় মারার আগে কঙ্গনা বলেন ‘ও দেখ কবুতর’ দর্শকমহলে চর্চিত সংলাপ। বাস্তবে সেই কঙ্গনাকেই সত্যি সত্যি প্রকাশ্যে চড় খেতে হলো! এই অভিযোগ করেছেন কঙ্গনা নিজেই। বলেছেন, তাঁর গালে চড় মেরেছেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষী।  

আরও পড়ুন

এ কথা বলার অপেক্ষা রাখে না কঙ্গনার এখন সুদিন। বিজেপির টিকিটে হিমাচলের মান্ডির কেন্দ্রের নির্বাচনে মাত্রই বিজয়ী হলেন অভিনেত্রী। যাচ্ছেন সংসদেও। প্রথমবার নির্বাচনের মাঠে নেমেই চমক দিলেন তিনি। যদিও নির্বাচিত হতে না হতেই নতুন ঝামেলায় ‘কুইন’ অভিনেত্রী।

ঘটনা ইতিমধ্যে ভাইরাল, ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে। এ সময় নাকি নারী নিরাপত্তারক্ষীর সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বলিউড অভিনেত্রীর। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন কঙ্গনা।

কঙ্গনা রনৌত
ছবি: ইনস্টাগ্রাম

বিমানবন্দরে তল্লাশির সময় নিজের মুঠোফোনটি নির্দিষ্ট ট্রেতে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতেই আপত্তি নিরাপত্তারক্ষীর। নিরাপত্তার নিয়ম অনুযায়ী মোবাইল ট্রেতে রাখতে বলেন তিনি। এরপরই ঝামেলার সূত্রপাত। অভিযোগ উঠেছে, সে সময় ওই নারী নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন কঙ্গনা। এরপরই তাঁকে চড় মারেন নিরাপত্তারক্ষী।

তবে এ ঘটনার একটু অন্য রকম ব্যাখ্যা দিলেন কঙ্গনা। ভিডিও বার্তায় নতুন সংসদ সদস্য বলেন, ‘আমার কাছে অনেক ফোন আসছে। প্রথমেই জানাই, আমি নিরাপদে আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর আমি যখন বের হলাম, পাশের একটি কেবিন থেকে এক নারী নিরাপত্তারক্ষী (সিএসআইএফ) বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে আঘাত করেন। আমি যখন জিজ্ঞেস করলাম, কেন উনি এমন করলেন, তাঁর উত্তর, তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আমি নিরাপদে আছি। কিন্তু পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন।’

অন্যদিকে কঙ্গনার বক্তব্যের সঙ্গে মিলে গেছে বিমানবন্দর সূত্র থেকে পাওয়া তথ্য। জানা গেছে, কঙ্গনা রনৌতকে চড় মারায় অভিযুক্ত নারী জওয়ানের নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। তাই কঙ্গনাকে হাতের কাছে পেয়ে তার প্রতিশোধ নিলেন। কঙ্গনার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে ওই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

শুধু তা–ই নয়, ঘটনার পর বিমানবন্দর থেকে এক ভিডিওতে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বলতে দেখা গেছে, ‘আমি চড় মেরেছি, কারণ সে (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন কঙ্গনাকে থাপ্পড় দেওয়া সেই নিরাপত্তাকর্মী। পাশাপাশি তাঁকে বহিষ্কারও করেছে কর্তৃপক্ষ।